SEBI: আদানি তদন্তে বাড়তি সময় চাইল সেবি, কটাক্ষ বিরোধীদের

সুপ্রিম কোর্টের দেওয়া সময়ের মধ্যে আদানি তদন্ত শেষ করতে পারল না সেবি (SEBI)। গত ২ মার্চ সুপ্রিম কোর্ট জানায়, পুরো ইস্যুতে কোনওরকম বেনিয়ম হয়েছে কিনা, আদানিরা স্টক মার্কেটকে কোনওভাবে প্রভাবিত করেছেন কিনা-

SEBI Adani

সুপ্রিম কোর্টের দেওয়া সময়ের মধ্যে আদানি তদন্ত শেষ করতে পারল না সেবি (SEBI)। গত ২ মার্চ সুপ্রিম কোর্ট জানায়, পুরো ইস্যুতে কোনওরকম বেনিয়ম হয়েছে কিনা, আদানিরা স্টক মার্কেটকে কোনওভাবে প্রভাবিত করেছেন কিনা- সবকিছু দেখে ২ মাসের মধ্যে রিপোর্ট দিতে হবে সেবিকে।

সেই সময়সীমায় তদন্তে বিশেষ অগ্রগতি দেখাতে পারেনি সেবি। সূত্রের খবর, সেবির তরফে সুপ্রিম কোর্টে জানানো হয়েছে আদানিদের বিরুদ্ধে এখনও এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি যাতে নির্দিষ্ট কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়। এই তদন্তে আরও ছয় মাস সময় প্রয়োজন। সেবির এই অতিরিক্ত সময় চাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আদানি গোষ্ঠী।

আদানি গোষ্ঠীর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে,’আমরা শুরু থেকেই এই তদন্তকে স্বাগত জানিয়ে আসছি। সংস্থা এতদিন যেভাবে তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করে আসছে, সেভাবেই আগামী দিনেও সহযোগিতা করবে। সত্য উন্মোচনের জন্য নিরপেক্ষ এবং সময়সাপেক্ষ তদন্তের প্রয়োজন।’

সংবাদমাধ্যমের কাছে আদানি গোষ্ঠী অনুরোধ করেছে, যতদিন না তদন্ত শেষ হচ্ছে, ততদিন এ নিয়ে নিয়ে কোনও বিভ্রান্তিকর কোনও খবর যেন সম্প্রচার না করা হয়।

এই ঘটনায় কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলছেন,’আশা করব সেবির এই বাড়তি সময় চাওয়া পুরো কেলেঙ্কারি ধামাচাপা দেওয়ার চেষ্টা নয় বা সময় চেয়ে বিষয়টির গুরুত্ব কমিয়ে দেওয়ার চেষ্টা নয়।’

এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের মহুয়া মৈত্র বলছেন, ‘এটা আসলে প্রধানমন্ত্রীর প্রিয় ব্যবসায়ীকে বাড়তি সময় দেওয়া, যাতে তিনি সব প্রমাণ লোপাট করার জন্য বাড়তি সময় পান।’