পরীক্ষার জন্য ভোট পিছোচ্ছে না, জানালেন মমতা

উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য পিছোচ্ছে না উপ নির্বাচন। স্পষ্ট জানিয়ে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেইসঙ্গে নির্বাচন কমিশনকে কড়া ভাষায় আক্রমণ করলেন মমতা।…

উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য পিছোচ্ছে না উপ নির্বাচন। স্পষ্ট জানিয়ে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেইসঙ্গে নির্বাচন কমিশনকে কড়া ভাষায় আক্রমণ করলেন মমতা। তিনি বলেন, ‘স্থানীয় ভোটকে গুরুত্ব দেয় না নির্বাচন কমিশন। ৫ রাজ্যে ভোটের সময়ে আসানসোল, বালিগঞ্জের ভোট করা যেতে পারত, বিধানসভা ভোটের সঙ্গে উপনির্বাচন হলে আজ এত সমস্যা হত না। ভোটের সময়ে প্রচার করলে ছেলেমেয়েদের অসুবিধা হয় সেগুলো মাথায় রাখা উচিৎ ছিল। আমি চিঠি লিখে জানিয়েছিলাম কমিশনকে, শোনেনি আমার কথা।’

মুখ্যমন্ত্রী আরও বলেন, ৭ লক্ষ ৩৯ হাজারের বেশি এবারের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী রয়েছেন। ৫ তারিখের পরীক্ষার পর ১৬ এপ্রিল পরীক্ষা হবে। ২ এপ্রিম প্রথম ভাষার পরীক্ষা, ৪ এপ্রিম দ্বিতীয় ভাষার পরীক্ষা হবে । ৫ এপ্রিম ভোকেশনার বিষয়ের পরীক্ষা হবে তারপর ১৬ এপ্রিল পরীক্ষা হবে। ২১ এপ্রিম উচ্চ মাধ্যমিকের কোনও পরীক্ষা হবে না।

   
Advertisements

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News