CPIM: সিপিআইএমের রাজ্য কমিটি থেকে বাদ যেতে পারেন বিমান, বাকি সম্ভাব্য নাম…

সিপিআইএমের (CPIM) রাজ্য কমিটি থেকে বাদ পড়ছেন সূর্যকান্ত মিশ্র, বিমান বোস, মৃদুল দে, নেপালদেব ভট্টাচার্য, রবীন দেব, সুভাষ মুখোপাধ্যায়। এমনটাই সূত্রে খবর। দলটির রাজ্য কমিটির…

Biman bose with veterans may not be in cpim wb sate committee

সিপিআইএমের (CPIM) রাজ্য কমিটি থেকে বাদ পড়ছেন সূর্যকান্ত মিশ্র, বিমান বোস, মৃদুল দে, নেপালদেব ভট্টাচার্য, রবীন দেব, সুভাষ মুখোপাধ্যায়। এমনটাই সূত্রে খবর।

দলটির রাজ্য কমিটির নতুনদের মধ্যে জায়গা পাচ্ছেন সুশান্ত ঘোষ, শতরূপ ঘোষ, পার্থ মুখোপাধ্যায়রা। আসছেন সুদীপ সেনগুপ্ত, তরুণ বন্দ্যোপাধ্যায় এবং আত্রেয়ী গুহদের মতো তরুণ মুখ। সম্পাদক হবেন কে? তীব্র আলোচনা চলছে।

সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির বৈঠকে আগেই ঠিক হয়েছিল ৭০ বছরের উর্ধ্বে কাউকেই রাজ্য কমিটিতে রাখা হবে না। ফলে ৭০ পার করা প্রত্যেকেই রাজক্য কমিটি থেকে বিদায় নেবেন।  সূত্রের খবর, বিমান বসু সহ কয়েকজনকে বিশেষ পদমর্যাদা দেওয়া হবে।

সিপিআইএম রাজ্য সম্মেলনে প্রাক্তন সর্বভারতীয় সম্পাদক প্রকাশ কারাত বলেছেন নতুন মুখ না আনা গেলে দলকে সক্রিয় করা সম্ভব নয়। একই সুর বর্তমান সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির।