Panchayat Elections: জুন মাসের শুরুতেই নির্বাচনের জল্পনা উস্কে দিলেন মমতা

Chief Minister Mamata Banerjee

সিঙ্গুর থেকে পথশ্রী প্রকল্পের সুচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)৷ রাজ্যজুড়ে চলছে সেই কর্মসূচি। কিন্তু পঞ্চায়েত নির্বাচন (Panchayat Elections) ঘোষণা হতে বাকি নেই৷ তাই পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের কাজ মে মাসেই মধ্যেই শেষ করে ফেলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কী জুন মাসেই নির্বাচন? জল্পনা বিভিন্ন মহলে৷

Advertisements

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে এখন থেকেই ঘুটি সাজাতে শুরু করেছে সমস্ত রাজনৈতিক দল। শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়ে বিক্ষোভে শামিল হয়েছে একাধিক রাজনৈতিক দলগুলি৷ একইভাবে পঞ্চায়েত নির্বাচনের আগে সমস্ত কাজ সেরে ফেলতে চায় রাজ্যের শাসক দল৷

   

তবে পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখে প্রায় ৯০ শতাংশ কাজ ইতিমধ্যেই সেরে রেখেছে রাজ্য নির্বাচন কমিশন। জেলাগুলির সঙ্গে আলোচনা চলছে দফায় দফায়। বুথ সংখ্যা চূড়ান্ত করা, ভোটকেন্দ্র তৈরি, জেলাগুলিকে তার তালিকা প্রকাশের সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। তারপরেও ভোট নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকের কথা ছিল কমিশনের। কিন্তু সেটা পিছিয়ে যায়। তখন থেকেই পঞ্চায়েত নির্বাচন নিয়ে প্রশ্ন আরও জোরালো হতে শুরু করে।

পঞ্চায়েত নির্বাচন কবে হতে পারে তা নিয়ে এখনও পর্যন্ত কোনও সবুজ সংকেত নেই রাজ্যের তরফে। তাই এখন নির্বাচনের দিনক্ষণ নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন মন্তব্য জল্পনা বাড়িয়েছে রাজনৈতিক মহলে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements