Mohammedan SC: ক্লাব ও ইনভেস্টর ইস্যু নিয়ে গভীর জট সাদা-কালো শিবিরে

ইস্টবেঙ্গল ক্লাবের পর এবার ইনভেস্টর ইস্যু নিয়ে উত্তপ্ত সাদা-কালো ব্রিগেড (Mohammedan SC)। গত বেশ কয়েকবছর ধরেই দল চালানোর ক্ষেত্রে বেশকিছু বিষয় কে কেন্দ্র করে লগ্নিকারী সংস্থার সঙ্গে বিবাদে জড়িয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক কর্তারা।

Mohammedan SC

ইস্টবেঙ্গল ক্লাবের পর এবার ইনভেস্টর ইস্যু নিয়ে উত্তপ্ত সাদা-কালো ব্রিগেড (Mohammedan SC)। গত বেশ কয়েকবছর ধরেই দল চালানোর ক্ষেত্রে বেশকিছু বিষয় কে কেন্দ্র করে লগ্নিকারী সংস্থার সঙ্গে বিবাদে জড়িয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক কর্তারা। একটা সময় তা শান্ত হয়ে গেলেও এই মুহূর্তে যা পরিস্থিতি যে এবার ময়দানের এই ঐতিহ্যবাহী ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চায় ইনভেস্টর বাঙ্কারহিল।

অথচ অন্ধকারের পথ পেড়িয়ে একটা সময় এই সংস্থার হাত ধরেই সুদিন ফিরেছিল রেড রোডের তাঁবুতে। ঘরে এসেছিল কলকাতা লিগ। সেইসাথে তারা ভালো পারফরম্যান্স ও করতে শুরু করেছিল আইলিগ ও ডুরান্ডের মতো টুর্নামেন্টে গুলিতে। তখনো পর্যন্ত সমস্ত কিছু ঠিকঠাক থাকলেও ক্লাবের শেয়ার সংক্রান্ত বিষয় নিয়েই গত বছর থেকে সংঘাত দেখা দেয় উভয়পক্ষের কর্তাদের মধ্যে।

এই নিয়ে বাঙ্কারহিল কর্তা দীপক কুমার সিং একটি জনপ্রিয় মাধ্যম কে বলেন, আমাদের তরফ থেকে একটি রিভাইসড চুক্তি পত্র পাঠানো হবে। যদি তারা সেটা মেনে নিতে পারে তাহলেই আমরা ক্লাবে থেকে যেতে পারি অন্যথায় আমাদের থাকা সম্ভব নয়। তিনি আরও বলেন, এই ক্লাবে আমরা যে পরিমাণ ইনভেস্ট করছি সেই অনুযায়ী শেয়ার যথাযথ নয়। এক্ষেত্রে ক্লাবের অধিকাংশ শেয়ার আমাদের হাতে থাকা উচিত। সেইসাথে দল চালানোর ক্ষেত্রে আমাদের সম্পূর্ণ স্বাধীনতা থাকা দরকার। ওদের অনেক বড় কমিটি, এক্ষেত্রে সকলের সব আশা সবসময় পূরন করা সম্ভব নয়।

এছাড়াও আধুনিকতার বিষয়ে ও উল্লেখ করেন এই কর্তা। তার কথায়, আধুনিকতার সাথে ক্লাব কে মানিয়ে নিয়ে চলতে হবে। বছর বছর দল তৈরি ও খেলোয়াড় সই করানো ও টুর্নামেন্টে খেলতে নামার মতো প্রথা থেকে কিছুটা বেড়িয়ে আসতে হবে। বর্তমানে যা পরিস্থিতি সেই অনুযায়ী চলতে গেলে দলের সাপ্লাই লাইন তৈরি করতে হবে। এক্ষেত্রে ইয়ুথ ডেভলপমেন্টের দিকে ব্যাপকভাবে জোড় দিতে হবে। বলতে গেলে, আগামী কয়েক বছরের একটি রোডম্যাপ তৈরি করে কাজ করতে চায় বাঙ্কারহিল।

অন্যদিকে এই সংক্রান্ত বিষয়ে সাদা-কালো শিবিরের এক কর্তা কে প্রশ্ন করা হলে তিনি বলেন, লগ্নিকারী সংস্থার তরফ থেকে আমাদের কাছে একটি চিঠি পাঠানো হবে। এক্ষেত্রে দলের পরিকাঠামো গত উন্নতি ও ভবিষ্যতের কথা মাথায় রেখে ইয়ুথ ডেভলপমেন্টের দিকে ওরা বিশেষ জোর দিতে চায়। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে ক্লাবের নামে ফুটবল অ্যাকাডেমি তৈরি করার ও পরিকল্পনা ওদের রয়েছে।