কাটমানির অভিযোগ তোলায় দেবের ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন মন্ত্রী

তৃণমূল সাংসদ দেবের নাম ভাঙিয়ে কাটমানি নিচ্ছেন তৃণমূলের নীচুস্তরের নেতারা। অভিযোগ করলেন দেব ওরফে দীপক অধিকারীর জ্যাঠাতুতো ভাই বিক্রম অধিকারী। এমনকি দেবের ভাইকেও কাটমানি দিতে হয়েছে আবাস যোজনার টাকা পেতে।

Keshpur MLA Shiuli Saha Lodges Complaint Against Dev's Brother

তৃণমূল সাংসদ দেবের নাম ভাঙিয়ে কাটমানি নিচ্ছেন তৃণমূলের নীচুস্তরের নেতারা। অভিযোগ করলেন দেব ওরফে দীপক অধিকারীর জ্যাঠাতুতো ভাই বিক্রম অধিকারী। এমনকি দেবের ভাইকেও কাটমানি দিতে হয়েছে আবাস যোজনার টাকা পেতে। সেই ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি৷ এবার বিক্রম অধিকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন কেশপুরের বিধায়ক শিউলি সাহা৷

উল্লেখ্য, সম্প্রতি কেশপুরের মহিষদা গ্রামের বাসিন্দা সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেবের জ‌্যাঠতুতো ভাই বিক্রম অধিকারী অভিযোগ তোলেন, ২০১৬ সালে তিনি আবাস যোজনায় বাড়ি তৈরির জন‌্য যে ৭৫ হাজার টাকা বরাদ্দ পেয়েছিলেন তার মাত্র ১৫ হাজার টাকা তিনি হাতে পেয়েছিলেন। বাকি টাকা স্থানীয় তৃণমূলের নেতারা হাতিয়ে নিয়েছেন। নাম জড়ায় বিধায়ক শিউলি সাহার৷ যা হাতিয়ার করে আগেই ময়দানে নেমেছে বিজেপি৷

সরব হয়েছেন, দেবের সতীর্থ ও খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চচট্টোপাধ্যায়। তিনি বলেন, অভিনেতার দাবি, সমস্ত সরকারি প্রকল্পে ৩০ শতাংশ কাটমানি নিয়েছেন ঘাটালের সাংসদ দেব। শুধু তাই নয়, কয়েকজন এজেন্ট ছেড়ে রেখেছেন বলেও অভিযোগ করেন হিরণ।

এবিষয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, দেবের ভাই বলে খবরটা হয়েছে। এরকম হাজার হাজার মানুষের নাম কেটে দেওয়া হয়েছে। কে অধিকার দিয়েছে ওদের? আমরা নাম গুলো খুঁজে খুঁজে দিল্লি পাঠিয়েছি। আমি নিজে কেশিয়ারি থেকে এক গুচ্ছ নাম পাঠিয়েছি। তাঁরা অন্য পার্টি করে। তাই একটা নাম নয়, এরকম হাজার হাজার নাম আছে, যাদের বাড়ি দেওয়া হয়নি৷