এক মাসের বেশি সময় ধরে যুদ্ধে লিপ্ত হয়ে রয়েছে রশিয়া এবং ইউক্রেন (Ukraine )। যার বড় প্রভাব পড়েছে ভারতে। নানাবিধ সামগ্রীর মূল্যবৃদ্ধি হয়েছে। সেই সঙ্গে ইউক্রেনে আটক প্রবাসীরা অনেক প্রতিকূলতার সমুখীন হয়েছেন। ভারতে ফিরলেও সমস্যার সমাধান হয়নি প্রবাসী পড়ুয়াদের। এই সকল জটিলতার জন্য প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদীকে দায়ী করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
প্রবাসী পড়ুয়াদের সবথেকে বড় চিন্তার কারণ হচ্ছে মাঝ পথ পঠনপাঠন ছেড়ে ফিরে আসা। ভারতের মাটিতে নতুন করে লেখাপড়া শুরু করা কিংবা মাঝপথ থেকে সেমিস্টার শুরু করা সংশয় রয়েছেন সকলে। প্রশাসনিক আশ্বাসে চিঁড়ে ভেজেনি। যা নিয়েই কেন্দ্রকে আক্রমণ করেন মমতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে তৃণমূল সুপ্রিমো বলেছেন, “যুদ্ধ লাগানোর আগে তোমার ভাবা উচিৎ ছিল যে আমাদের ছেলেরা ফিরে এসে কোথায় থাকবে? কী খাবে? কী পড়বে?”
দুই স্বাধীন রাষ্ট্রের দ্বন্দ্বের সঙ্গে ভারতের সম্পর্ক কী? এই প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহলে। সেই সঙ্গে দুই রাষ্ট্রের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক রয়েছে। একজন মুখ্যমন্ত্রীর মুখে ওই প্রকারের বক্তব্যে আন্তর্জাতিক মঞ্চে ভারতের বদনাম হচ্ছে বলে দাবি করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি ট্যুইট করেছেন, “রাশিয়া এবং ইউক্রেন বিবাদের জন্য মোদী সরকারকে দায়ী করচেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব সীমা ছাড়িয়ে গিয়েছেন তিনি। তিনি কী জানেন না যে এই প্রকারের শব্দ ভারতের কূটনীতির পরিপন্থী? ভারতের বিদেশনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক এতে প্রভাবিত হতে পারে।”
বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য বিদেশমন্ত্রী জয়শঙ্কর এবং ভারতের কূটনৈতিক বিভাগের কাছে অনুরোধ করেছেন শুভেন্দু। সেই সঙ্গে তাঁর রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে এই প্রকারের মন্তব্যের জন্য ক্ষমাও চেয়েছেন প্রধানমন্ত্রী-সহ কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে। ট্যুইটারে শুভেন্দু লিখেছেন, “অনুগ্রহ করে এই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করুন এবং তা মোকাবিলার চেষ্টা করুন।
আমি লজ্জিত বোধ করছি যে আমাদের মুখ্যমন্ত্রীর ভুল আন্তর্জাতিক মঞ্চে আপনার জন্য ব্যাপক বিব্রতকর অবস্থার কারণ হতে পারে।”