Mohun Bagan : দাবি না মানলে প্রতিবাদ হবে শারীরিক, হুঁশিয়ারি বাগান কর্তাদের

আরও জোরদার হতে চলেছে প্রতিবাদ। মোহনবাগানের (Mohun Bagan) নামের সামনে থেকে সরাতে হবে ‘এটিকে’। বাগান সমর্থকদের এই দাবি অনেক দিনের। সেটাই নতুন করে জোর পেতে…

আরও জোরদার হতে চলেছে প্রতিবাদ। মোহনবাগানের (Mohun Bagan) নামের সামনে থেকে সরাতে হবে ‘এটিকে’। বাগান সমর্থকদের এই দাবি অনেক দিনের। সেটাই নতুন করে জোর পেতে চলেছে। বুধবার এক প্রকার হুঁশিয়ারি দেওয়া হয়েছে মোহনবাগান কর্তাদের।

সম্প্রতি জেনারেল সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছে দেবাশীষ দত্ত। দায়িত্ব গ্রহণ করার প্রায় সঙ্গে সঙ্গেই তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল এটিকে প্রসঙ্গ। দেবাশীষ দত্ত জানিয়েছিলেন তিনি কোম্পানির সঙ্গে এ বিষয়ে আলোচনা করবেন। এবং সমস্যা সমাধানের চেষ্টা করবেন।

Mohun Bagan
এই সেই আলোচিত বিজ্ঞপ্তি।

বুধবার মারিনার্স ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। একটি অংশে লেখা রয়েছে, ‘ একটি মৃত ক্লাবের সঙ্গে যুক্ত করা হয়েছে শতাব্দী প্রাচীন ক্লাবকে। ব্র্যান্ড নেমের আড়ালে আসলে খোলা হয়েছে নতুন কোম্পানি। যেখানে ঐতিহ্যবাহী মোহনবাগানের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে বছর ছয়ের একটি ক্লাবকে। এই কোম্পানির উদ্দেশ্য এটিকে মোহন বাগান ব্র্যান্ডকে এগিয়ে নিয়ে যাওয়া। মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব ১৮৮৯- এর গৌরবকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনও উদ্দেশ্য নেই।’

সোশ্যাল মিডিয়ায় দ্যা ম্যারিনার্স বিজ্ঞপ্তিটি পোস্ট করে ক্যাপশনে লিখেছে, “Mariners United Forum which consist of almost all the major fan clubs of Mohun Bagan has reiterated their demand of being loyal to mother club only and immediate onset of ATK removal process and formalities. Else, the movement will now be physical.”