Aadhaar Card: বাতিল একের পর এক আধার! বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

  বাংলায় আধার কার্ড (Aadhaar Card) নিয়ে বিতর্ক যেন থামতেই চাইছে না। বর্ধমানের জামালপুর গ্রামের কয়েক শতাধিক মানুষের এই আধার কার্ড বাতিল করার ঘটনার পর…

CM Mamata Banerjee

 

বাংলায় আধার কার্ড (Aadhaar Card) নিয়ে বিতর্ক যেন থামতেই চাইছে না। বর্ধমানের জামালপুর গ্রামের কয়েক শতাধিক মানুষের এই আধার কার্ড বাতিল করার ঘটনার পর থেকে সক্কলের মধ্যে যেন একটা আলাদা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে।

যদিও এরই মাঝে এই আধার কার্ড বিতর্কে বড়সড় ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর সকলে একটু হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলবেন বলে ধারণা করা হচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, বাংলায় কারও আধার কার্ড না থাকলেও সকলে সরকারি প্রকল্পের সুবিধা পাবেন।

তাঁর অভিযোগ, লোকসভার ভোটের (Loksabha Vote 2024) আগে বহু মানুষের আধার কার্ড নিষ্ক্রিয় করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই পদক্ষেপের ফলে রাজ্যের বহু মানুষ রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা পাবেন না। মমতা বলেন, “আমি আপনাদের সকলকে সতর্ক করছি কারণ বিজেপির কেন্দ্রীয় সরকার আধার নিষ্ক্রিয় করছে। বাংলার অনেক জেলায় কেন্দ্র এই কাজ করেছে। লোকসভা ভোটের জন্যই সরকার এসব করছে। মোদী সরকার আধার কার্ড নিষ্ক্রিয় করতে চায় এবং বাংলার মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা থেকে সরিয়ে দিতে চায়। আমরা আরও সিদ্ধান্ত নিয়েছি যে আমরা প্রকল্পগুলির সুবিধা দেওয়া অব্যাহত রাখব।’

মুখ্যমন্ত্রী বলছেন, ‘আপনাদের যদি আধার কার্ড নাও থাকে তবুও আপনি সুবিধা পেতে থাকবেন। আমরা একজন সুবিধাভোগীকেও বাদ পড়তে দেব না।’