Mamata Banerjee : ঠনঠনে রাজ্য সরকার, ঋণ পাহাড়ের মাথায় উঠেছেন মমতা

Mamata Banerjee

ইতিমধ্যে দু’বার ঋণ নেওয়া হয়েছিল। তাতেও খরচা চালাতে পারছে মমতা বন্দ্যোপাধ্যায়ের  (Mamata Banerjee) সরকার। তাই আরও একবার ধার। এই মুহুর্তে চলতি মাসে মোট ঋণের পরিমান ৬৫০০ কোটি টাকা।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সূত্রে খবর, সোমবার বাজার থেকে ২৪ হাজার ৬৩৯ কোটি টাকা ঋণ নিয়েছে ১৪টি রাজ্য। এই তালিকায় সর্বোচ্চ ঋণ গ্রহণকারী রাজ্য উত্তরপ্রপদেশ। তালিকায় তার পরেই রয়েছে পশ্চিমবঙ্গের নাম। ঋণের পরিমাণ প্রায় ৩ হাজার কোটি টাকা।

   

গত ১৮ জানুয়ারিও বাজার থেকে মোট ২০,৬৫৯ কোটি টাকা ঋণ নিয়েছিল ১২টি রাজ্য। তার মধ্যে পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ হয়েছিল প্রায় ১০০০ কোটি টাকা। সেই সময়ও সর্বোচ্চ পরিমাণ ঋণ পায় উত্তরপ্রদেশ। ১৮ জানুয়ারি আবারও ৩ হাজার কোটি টাকার ঋণই পায় তারা।

৬ জানুয়ারি ৯টি রাজ্য মোট ১৯,৩৪০ কোটি টাকা ঋণ নিয়েছিল। সেই সময় ২৫০০ কোটি টাকা ঋণ নিয়ে প্রথম স্থানে ছিল পশ্চিমবঙ্গ। বিগত মাসেও দুই দফায় বাংলার ঋণের বোঝা ছিল ৬৫০০ কোটি টাকা। অর্থিনীতিবীদদের দাবি, বিগত ১০ বছরে রাজ্যে হুহু করে বেড়েছে পরিকল্পনা বহির্ভূত খরচ। যার ফলে নবান্নের একমাত্র ভরসা আবগারি দপ্তর।

২৪ ডিসেম্বর ৪ হাজার কোটি টাকা ধার দেওয়া হয়। ওই দিন ১৬ টি রাজ্যকে ঋণ দেওয়া হয়েছিল। যার মধ্যে পশ্চিমবঙ্গকেই দেওয়া হয়েছে সবথেকে বেশি অর্থ।

প্রশ্ন উঠছে, সরকারের অর্থনীতি প্রসঙ্গে। কেন বারংবার ধার করতে হচ্ছে মমতা-সরকারকে? ৩৫ বছরের বাম আমলে বাংলার কাঁধে যে ঋণ ছিল, তা এখন বেড়েছে কয়েক গুণ। বাম শাসনে রাজ্যের মোট ঋণ ছিল ১ লক্ষ ৯৩ হাজার কোটি টাকা। বর্তমান সরকারের আমলে ২০২১-২২ অর্থবর্ষে বোঝার পরিমাণ বেড়ে হতে পারে ৫ লক্ষ ৫০ হাজার কোটি টাকা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন