Mamata Banerjee: অনুব্রতর ‘শত্রু’ কাজল শেখের হাতে বীরভূম ছাড়ছেন মমতা

Mamata Banerjee Kajal Sheikh

পঞ্চায়েত ভোটের আগে অনুব্রতকে (Anubrata Mondal) আর পাওয়া যাবে না ধরেই নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষনেতাদের নিয়ে কালীঘাটে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের। পঞ্চায়েত ভোটের দিকে তাকিয়ে সাংগঠনিক বিভিন্ন নির্দেশ দেবেন তৃ়নমূল নেত্রী। এর মধ্যে বীরভূম নিয়ে চিন্তিত মমতা। কারণ গোরু পাচার মামলায় দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ইডি হেফাজতে। দিল্লিতে চলছে জেরা।

তৃ়ণমূল কংগ্রেস নেত্রীর নির্দেশে বীরভূমে দলীয় সংগঠনের হাল ধরতে মমতার ভরসা এমন দু’জন যারা মূলত অনুব্রত মণ্ডলের বিরোধী বলেই পরিচিত। টিএমসি সূত্রে খবর, বীরভূম জেলায় দলের সাংগঠনিক দায়িত্ব পেতে পারেন সাংসদ শতাব্দী রায় ও স্থানীয় নেতা কাজল শেখ।

   

শতাব্দীর সাথে বারবার টানাপোড়েন চলছিল অনুব্রতর।জানা যাচ্ছে, অনুব্রতর বিরুদ্ধেই দলে একাধিকবার সরব হয়েছিলেন শতাব্দী। একপর্যায়ে দলত্যাগের বার্তা দেন। পরে সিদ্ধান্ত থেকে সরে আসেন।

কাজল শেখ সরাসরি অনুব্রতর বিরোধী। প্রকাশ্যে বা দলের ভিতর বারবার অনুব্রতকে নিয়ে ক্ষোভ উগরেছেন তিনি। এমনকি গোরু পাচার মামলায় অনুব্রতর গ্রেফতারির পর কাজল শেখ ফেসবুকে কড়া ভাষায় সমালোচনা করেছিলেন। অনুব্রতর যোগ্য শাস্তির দাবি করেছেন।

জেলা তৃণমূল কংগ্রেসে একমাত্র কাজল শেখের সাংগঠনিক ক্ষমতাকেই সমঝে চলতেন অনুব্রত। এবার কাজলের হাতেই জেলার দায়িত্ব দিতে চলেছেন মমতা। কারন, বীরভূমে বাম শক্তির ফের উত্থান হচ্ছে বলেই তৃ়নমূল সাংগঠনিক রিপোর্ট গিয়েছে দলনেত্রীর কাছে। দলীয়স্তরে দাবি, কাজল শেখের মতো শক্ত নেতা দরকার। সেই দাবিতে মান্যতা দিতে পারেন মমতা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন