Cleiton Silva: ক্লেটনের হাতেই উঠবে আইএসএলের সোনার বুট? সম্ভাবনা প্রবল

যা নিয়ে হতাশ সমর্থকরা। তবে এবছর হয়তো একেবারে খালি হাতে আইএসএলের মঞ্চ থেকে ফিরতে হবে না তাদের। সব ঠিক থাকলে এবছর আইএসএলের সোনার বুটের মালিক হতে পারেন ইস্টবেঙ্গল তারকা ক্লেটন সিলভা (Cleiton Silva)। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

Cleiton Silva

বিগত কয়েক মরশুম থেকেই নিজেদের পুরোনো ছন্দে নেই ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। প্রত্যেক বছর কোচ বদলের পাশাপাশি দলের ফুটবলারদের বদল করা হলেও পারফরম্যান্স থেকে গিয়েছে সেই আগের মতোই। চলতি আইএসএল (ISL) মরশুমে ও ঠিক একই অবস্থা। লিগ টেবিলের নয় নম্বরেই নিজেদের অভিযান শেষ করেছে লাল-হলুদ। যা নিয়ে হতাশ সমর্থকরা। তবে এবছর হয়তো একেবারে খালি হাতে আইএসএলের মঞ্চ থেকে ফিরতে হবে না তাদের। সব ঠিক থাকলে এবছর আইএসএলের সোনার বুটের মালিক হতে পারেন ইস্টবেঙ্গল তারকা ক্লেটন সিলভা (Cleiton Silva)। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

আইএসএলের পূর্ব নির্ধারিত নিয়ম অনুযায়ী, গোটা টুর্নামেন্টের সর্বাধিক গোল করা ফুটবলারের হাতেই ওঠে এই খেতাব। তবে একাধিক ফুটবলার এক্ষেত্রে সমান পজিশনে থাকলে উভয়ের অ্যাসিস্টের পরিসংখ্যান যাচাই করা হয়। সেক্ষেত্রে অধিক অ্যাসিস্ট থাকা তারকার হাতেই তুলে দেওয়া হয় সোনার বুট। তবে সময় বদলেছে। অনেকটাই বদলে গিয়েছে নিয়ম। এক্ষেত্রে নতুন নিয়ম অনুসারে একেবারে অল্প সময়ে যে ফুটবল তারকা গোল গুলি করেছেন, তার হাতেই উঠবে সোনার বুট।

   

সেক্ষেত্রে অনেকটাই এগিয়ে লাল-হলুদের এই তারকা ফুটবলার। পরিসংখ্যান বলছে, গোলের নিরিখে ক্লেটন ও ওডিশা এফসির তারকা দিয়াগো মৌরিসিয়োর রয়েছে মোট ১২ টি করে গোল। তবে অ্যাসিস্টের নিরিখে এগিয়ে ওডিশার এই তারকা। তাই পুরনো নিয়ম চালু থাকলে এই খেতাবের মালিক হতেই পারতেন মৌরিসি। তবে অল্প সময়ে গোল করার দরুন এখনো পর্যন্ত লড়াইয়ে এগিয়ে ইস্টবেঙ্গলের ক্লেটন সিলভা।

তবে এখনো পর্যন্ত সম্পূর্ণ নিশ্চিত নন তিনি। কারন আগামীকাল রয়েছে এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসির ফাইনাল ম্যাচ। ইস্টবেঙ্গলের মতো ওডিশা ও টুর্নামেন্ট থেকে ছিটকে গেলে ও এটিকে মোহনবাগান থেকে যাওয়ায় সেই ম্যাচের উপর নির্ভর করেই দেওয়া হবে সোনার বুট। উল্লেখ্য, আগামীকালের ম্যাচে এটিকে মোহনবাগান তারকা দিয়াগো পেত্রাতোস যদি হ্যাট্রিক করতে পারেন তাহলে অধিক গোল সংখ্যার নিরিখে ক্লেটন কে ছাপিয়ে খেতাব পেতে পারেন ওই সবুজ-মেরুন তারকা।