অভিনব উদ্যোগ শুরু করল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যজুড়ে করোনা আক্রান্তদের পাশে দাঁড়াচ্ছে নবান্ন। পাঠানো হচ্ছে উপহার। সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বার্তা।
করোনা (Covid19) আক্রান্তদের সুস্থতা কামনায় প্রস্তুত করা হয়েছে ফলের ঝুড়ি। ফলের সঙ্গে থাকছে মুখ্যমন্ত্রীর বার্তা, ‘গেট ওয়েল শুন’। অর্থাৎ, সুস্থ হয়ে উঠুন তাড়াতাড়ি। ইতিমধ্যে এমন ১০,০০০ ফলের ঝুড়ি প্রস্তুত করা হয়েছে বলে জানা গিয়েছে সংবাদমাধ্যম সূত্রে। প্রাথমিকভাবে শহর কলকাতা রমধ্যে নেওয়া হয়েছে এই উদ্যোগ। গুরু দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনের ওপর। উপহার যাতে সঠিক প্রাপকের হাতে পৌঁছায়, সে ব্যাপারে তদারকি করতে হবে কাউন্সিলরদের।
জানা গিয়েছে, করোনা আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে দেওয়া হবে উপহার। যেখানে আক্রান্তের সংখ্যা বেশি, সেখানে প্রবেশ করবেন না প্রশাসনের প্রতিনিধিরা। বাড়ি কিংবা অ্যাপার্টমেন্টের গেটের বাইরে রেখে আসবেন ফলের ঝুড়ি। উপহার পৌঁছে দেওয়ার পর ফোন করে তাঁরা জানাবেন প্রাপকদের। প্রাথমিক স্তরে এভাবেই নেওয়া হচ্ছে উদ্যোগ।
বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, এখনও পর্যন্ত ২ হাজার ৭৫ জন করোনা আক্রান্ত রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে মোট ৪০৩ টি কনটেনমেন্ট জোন রয়েছে রাজ্যে। পজিটিভি রেট ২৩.১৭ শতাংশ, মৃত্যুর হার ১.১৮ শতাংশ এবং ১৯ হাজার ৫১৭ টি বেড এখনও খালি রয়েছে। আন্তঃরাজ্য যাতায়াতের জন্য আবশ্যক করে দেওয়া হয়েছে আরটি-পিসিআর টেস্ট। ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী ১৫ দিন। প্রয়োজনে আরও বাড়তে আরে বিধিনিষেধ। আভাস দিয়ে রেখেছেন মমতা।