লোকসভা নির্বাচনর (Loksabha election 2024) প্রচারে সোমবার ফের উত্তরবঙ্গে সফরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের তৃণমূলের প্রার্থী জগদীশচন্দ্র বসুনিয়া সমর্থনে প্রচার করলেন তিনি। কোচবিহারের রাসমেলার মাঠে তিনি সভা করলেন। প্রসঙ্গত কিছুদিন আগেই তিনি কোচবিহারে সভা করে গিয়েছেন। আজ ফের কোচবিহারে বিরাট জনসভায় বক্তব্য রাখেলন তৃণমূল সুপ্রিমো। মঞ্চ থেকে এইদিন তিনি কমিশন এবং বিজেপির সেটিং আছে বলে দাবি করেন। এই প্রসঙ্গে তাঁর অভিযোগ, ” গরমে ভোট করতে হয়। এটা আমরা ঠিক করি না। বিজেপির সঙ্গে কথা বলে ঠিক করে। তাও আমরা মেনে নিই। এটা কর্তব্য তাই।” কোচবিহার প্রসঙ্গে তিনি হুঙ্কার দেন, ” আগামী দিনে সারা পৃথিবীর ইতিহাসে কোচবিহারের নাম জ্বলজ্বল করবে। বিজেপি দেখবে, জ্বলবে আর লুচির মতো ফুলবে।”
শুধু তাই নয়, এইদিন তিনি সভা থেকে রামনবমী নিয়ে সতর্কবার্তা দিলেন। তিনি বলেন, ” এখানকার বিজেপি প্রার্থী গুন্ডাদের মাফিয়া। আগের বারের শীতলখুচির মতো আবার গুলি চালিয়ে দেবে। ১৭ তারিখ ওদের হিংসা করার দিন। সকলকে বলছি, গালাগালি দিলেও মাথা ঠান্ডা করে আল্লাকে ডাকবেন। প্ররোচনায় পা দেবেন না। ওরা হিংসা চায়। ভোট চায় না।” এইদিন নিয়ে কটাক্ষের সুরে বলেন, ” গোলি গোলি মে শোর হে, বিজেপি সরকার চোর হে।” তিনি এইদিন বিজেপি প্রকাশিত ইস্তেহার নিয়ে বলেন, ” ইউনিফর্ম সিভিল কোড ইস্তাহারে রেখেছে। দেশ তো বেচে দিচ্ছে। তফসিলিদের কোনও পরিচয় থাকবে না। আদিবাসীদের অধিকার থাকবে না।”
এইদিন তৃণমূল সুপ্রিমোর মুখে শোনা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ে কপ্টারে আয়কর হানা প্রসঙ্গের কথা। তিনি বলেন,”অভিষেকের একটা বৈঠক ছিল। ওর কপ্টারে আয়কর চলে গিয়েছে। সেখানে নাকি সোনা আর টাকা আছে। আমরা ওসব নিয়ে ঘুরি না। ওটা বিজেপি করে।” এইদিন ‘আয়ুষ্মান ভারত’ নিয়ে বিজেপিকে আক্রমণ করলেন মমতা। উল্লেখ্য লোকসভা ভোট একদম স্মমুখে। আর উত্তরবঙ্গে তৃণমূলের ঘাঁটি শক্ত করতে কোনও উপায় বাদ রাখছে না ঘাসফুল শিবির। ১৯ তারিখ থেকে লোকসভা ভোটের প্রথম পর্ব শুরু। আর সেই প্রথম পর্বেই ভোট উত্তরবঙ্গের বিভিন্ন কেন্দ্রে।