Central Schools: জেনে নিন সন্তানকে কলকাতার কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়া

প্রত্যেক পিতা মাতারই ইচ্ছে থাকে তাদের ছোট্ট সন্তানকে ভালো জায়গায় পড়াতে। অনেক সময় দেখা যায় ইংলিশ মিডিয়াম স্কুলগুলির অ্যাডমিশন ফি এতই বেশি যা শুনেই পিছিয়ে…

Central schools Kolkata Pic by Kolkata24x7 Bengali News Portal

প্রত্যেক পিতা মাতারই ইচ্ছে থাকে তাদের ছোট্ট সন্তানকে ভালো জায়গায় পড়াতে। অনেক সময় দেখা যায় ইংলিশ মিডিয়াম স্কুলগুলির অ্যাডমিশন ফি এতই বেশি যা শুনেই পিছিয়ে আসতে বাধ্য হন অভিভাবকরা। এক্ষেত্রে সেরা বলা যায় কেন্দ্রীয় বিদ্যালয় (Central Schools)। ইতি মধ্যেই ক্লাস 1 এর অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ।এজন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।  রইল বিজ্ঞপ্তি

ওয়েবসাইটে মিলবে ফর্ম
ক্লাস 1 এর অ্যাডমিশন করতে চাইলে এখনই আবেদন করতে হবে। এজন্য Kendriya Vidyalaya এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। কিংবা এই লিঙ্কে – kvsonlineadmission.kvs.gov.in ক্লিক করেও এই বিষয়ে আবেদন জানানো যাবে। KVS ক্লাস 1 ভর্তির আবেদনপত্রও এই ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। তা ডাউনলোড করে আবেদন করতে হবে। সঙ্গে বেশ কিছু নথি জমা দিতে হবে।

তবে কলকাতা সহ দেশের একাধিক প্রান্তে কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে। 2024-25 শিক্ষাবর্ষের জন্য ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। নার্সারি অর্থাৎ বাল ভাটিকা 1, বাল ভাটিকা 2 এবং বাল ভাটিকা 3 (KVS Class 1, Bal Vatika Admission 2024) পাশাপাশি ক্লাস 1-এ ভর্তি হওয়া যাবে। ১লা এপ্রিল সকাল ১০ টা থেকেই আবেদন শুরু হয়ে গেছে। যা আগামী ১৫ এপ্রিল সন্ধ্যা পাঁচটা পর্যন্ত চলবে।

আবেদন ফর্ম পূরণ পদ্ধতি
কেন্দ্রীয় বিদ্যালয় ক্লাস 1 এ ভর্তির জন্য অনলাইন আবেদন নিম্নলিখিত ধাপগুলির মাধ্যমে করা যেতে পারে। এছাড়া অ্যাডমিশনের জন্য ফর্ম ফিলআপ করতে এই লিঙ্কে kvsonlineadmission.kvs.gov ক্লিক করতে হবে। হোম পেজে অ্যাডমিশন রেজিস্ট্রেশনেক্লিক করতে হবে। সমস্ত তথ্য আপলোড করতে হবে। এখন প্রয়োজনীয় শংসাপত্র ব্যবহার করে লগইন করুন এবং ভর্তির ফর্ম পূরণ করুন। মাথায় রাখবেন সমস্ত প্রক্রিয়া শেষ হলে প্রিন্ট আউট করে রাখতে হবে আপলোড হওয়া তথ্যটি। এর পরেই আপনার সন্তান পড়তে পারবে কেন্দ্রীয় বিদ্যালয়ে।