রাজভবনের এক কর্মীর শ্লীলতাহানি প্রসঙ্গে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধেই শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। রাজভবনের অস্থায়ী কর্মী বলে দাবি করে এক মহিলা বৃহস্পতিবার অভিযোগ করেছেন, রাজভবনে দু’বার শ্লীলতাহানির শিকার হয়েছেন। খোদ রাজ্যপালের বিরুদ্ধেই অভিযোগ করেছেন তিনি।
রাজভবনে শ্লীলতাহানি ইস্যুতে একযোগে রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছেন মমতা। তৃণমূল সুপ্রিমোর কথায়, ‘গতকালও একটা ছোট্ট মেয়ে রাজভবনে চাকরি করত, তার সাথে কী ব্যবহার করেছেন মাননীয় রাজ্যপাল মহাশয়, আপনি আমায় কালকেও বলে পাঠিয়েছেন, আমার মন্ত্রী কেন আপনাকে এসব বলেছে, শুনে রাখুন, আমার কাছে একটা নয়, হাজারটা ঘটনা এসেছে, কিন্তু আমি কোনওদিন কোনও কথা বলিনি, কিন্তু কালকে মেয়েটির কান্না আমার হৃদয় বিদারণ হয়েছে, সন্দেশখালি বলবার আগে রাজ্যপাল কেন, কেন তাঁর কাজের মেয়েকে, কেন তার ঘরে কাজ করে বলে, মেদিনীপুর পূর্বের একটি মেয়েকে একবার নয়, পর পর দু’বার শ্লীলতাহানি করেছেন।’
গতকাল রাজভবনেই রাত কাটান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই প্রসঙ্গে আক্রমণ শানিয়ে মমতা বলেন, ‘আমি তো তাঁর (নির্যাতিতার) কান্না দেখলাম। আমার কাছে ভিডিয়ো এসেছে। আমি পুরো মন দিয়ে দেখেছি। সেখানেই তো আপনি কাল থেকে এলেন, কই একটা কথা মুখ দিয়ে তো বললেন না, আপনার লোকজনেরা তো তখন ছিল, যখন মেয়েটা কেঁদে বেরোচ্ছিল, বলেছে আর আমি রাজভবনে চাকরি করতে যাব না, ভয় পাচ্ছে। কখন যখন-তখন ডেকে খারাপ ব্যবহার করবে, অসম্মান করবে, আর আপনি মা বোনেদের নিয়ে কথা বলেন, আপনার লজ্জা নেই? আপনার তো দাঁতের পাটিটাই খুলে যাওয়া উচিত মিথ্যে কথা বলার জন্য, মাড়িই থাকা উচিত না দাঁতের।’