আরজি কর কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি শেষ হতেই এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গোটা বিষয়টি নিয়ে রাজনৈতিক ‘অতিসক্রিয়’তার জন্য বিরোধীদের কার্যত কড়া বার্তা দিলেন তিনি। আর কদিন পরই দুর্গাপুজো। তাই উৎসবে ফিরুন, উৎসবে ফিরে আসুন, আহ্বান মুখ্যমন্ত্রীর। কারণ আরজি কর কাণ্ডের জেরে ইতিমধ্যেই ধাক্কা খেয়েছে পুজোর আবহ। তাই মামলা, তদন্ত, আন্দোলনের জেরে যাতে পুজোর আনন্দ মাটি না হয়, সেই দিকটাও খেয়াল রাখছে প্রশাসন। কারণ পুজোর সঙ্গে আর্থিক আয়ের বিষয়টিও জড়িয়ে রয়েছে।
ইডি সমনের বিরুদ্ধে অভিষেকের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের
পাশাপাশি মুখ্যমন্ত্রী নির্যাতিতার পরিবারকে চ্যালেঞ্জ করে জানান পরিবারকে কোনও টাকা দেওয়ার কথা বলা হয়নি। প্রমাণ দিক কোথায় টাকা দেওয়ার কথা বলা হয়েছে।
আমি বলেছিলাম, মেয়ের স্মৃতিতে ভাল কাজ করতে হলে বলবেন।
সন্দীপের ভূমিকা নিয়ে একাধিক ‘সুপ্রিম’ প্রশ্ন
ডাক্তারদের দ্রুত কাজে ফিরতে আর্জি জানান মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট বলেন, দয়া করে ডাক্তাররা কাজে ফিরুন। আমি কারও বিরুদ্ধে অ্যাকশন চাই না, স্বাস্থ্য পরিষেবা যেন ব্যহত না হয়। সাত লক্ষ রোগী ভর্তি হতে পারছে না। অপারেশন, চিকিৎসা পাচ্ছে না মানুষ। ২৩ টি রোগী মৃত্যু হয়েছে। কিডনি ও কার্ডিয়াক রোগীদের মৃত্যু হয়েছে।সিএমওএইচ কে বলছি কোনও মানুষের যেন মৃত্যু নাহয়।
জুনিয়র চিকিৎসকের কর্মবিরতির কারণে প্রাণ হারিয়েছেন ২৩, দাবি রাজ্যের
মমতা এও বলেন সিবিআইকে সব নথি দেওয়া হয়েছে কেন্দ্রের চক্রান্ত, বামেরা সঙ্গে রয়েছে। রাতে মাইক বাজিয়ে আন্দোলন করলে মানুষের সমস্যা। আরজি করের নামে কুৎসা চলছে। আন্দোলনকারীরা যদি কথা বলতে চাইলে আমি কথা বলব। এই মামলাটি আমাদের হাতে নেই।
সুপ্রিম কোর্ট আরজি কর মামলার শুনানির দিনই ইঙ্গিতপূর্ণ পোস্ট সুখেন্দু শেখরের, কী লিখলেন তিনি?
তিনি বলেন, এটা বাংলাদেশ নয়। আলাদা রাষ্ট্র। বাংলাদেশের মতো অশান্ত করতে চাইছে বিজেপি। সেই প্রতিশোধ নিতে ওড়িশা হরিয়ানার থেকে বাঙালিদের মেরেছে, তাড়িয়ে দিয়েছে বিজেপি। তাপসি মালিক হত্যা নিয়ে সিপিএমকে খোঁচা মমতার। নন্দীগ্রামে অভিযুক্তদের এখনও সাজা হয়নি।