ধর্মতলায় পৌঁছলেন জুনিয়ার চিকিৎসকেরা,উঠবে অনশন নাকী ফের আন্দোলনের ঝাঁঝ বাড়বে?

নবান্নে ৪৫ মিনিট জুনিয়র ডাক্তারদের (junior Doctors)সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় দু’ঘণ্টা পর বৈঠক শেষ। বৈঠক শেষে প্রশ্ন রয়েছে সকলের মনেই৷ কারণ এই…

junior Doctor

short-samachar

নবান্নে ৪৫ মিনিট জুনিয়র ডাক্তারদের (junior Doctors)সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় দু’ঘণ্টা পর বৈঠক শেষ। বৈঠক শেষে প্রশ্ন রয়েছে সকলের মনেই৷ কারণ এই বৈঠকের পর জট কি কাটবে? উঠবে কি অনশন? কারণ মঙ্গলবার রাজ্যের সকল চিকিৎসক (junior Doctors )যে সর্বাত্মক ধর্মঘটের ডাক দিয়েছেন,তা কি শেষ পর্যন্ত হবে? তা নিয়েও ধোঁয়াশা রয়েছে সকলের মনে৷

   

তবে নবান্নে আজ রাজ্যের সঙ্গে বৈঠকে বসেন জুনিয়র ডাক্তাররা (junior Doctors)। মিলবে কি রফাসূত্র? নাকি ফের আন্দোলনের ঝাঁজ বাড়ানোর পথে হাঁটবেন ডাক্তাররা? ইতিমধ্যেই ধর্মতলায় পৌঁছে গিয়েছে জুনিয়ার চিকিৎসকেরা৷ এরপর কী কোনও সমাধান সূত্র বেরোবে?