Malda: টাকা নিয়ে অঙ্গনওয়াড়ি প্রকল্পে ভুয়ো চাকরি, অভিযুক্ত তৃণমূল বিধায়ক

অঙ্গনওয়াড়ি প্রকল্পে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে মোটা টাকা প্রতারণার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে। অভিযুক্ত মালদা (Malda) জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আবদুর রহিম…

অঙ্গনওয়াড়ি প্রকল্পে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে মোটা টাকা প্রতারণার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে। অভিযুক্ত মালদা (Malda) জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আবদুর রহিম বক্সি। তিনি মালতিপুরের বিধায়ক।

তৃণমূল কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে মালদার জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ জানালেন মহিলারা।প্রত্যেকেই গাজোলের বাসিন্দা।

অভিযোগ, আইসিডিএস প্রকল্পে চাকরি দেওয়ার নাম করে মোটা টাকা নিয়েছিলেন বিধায়ক। পাঁচ জন মহিলাকে যে নিয়োগপত্র পাঠিয়েছিলেন। কিন্তু ওই দফতরের আধিকারিকরা জানিয়ে দেন নিয়োগপত্রগুলি ভুয়ো। ফলে তারা কাজে যোগ দিতে পারেননি। টাকা ফেরত চেয়ে তৃণমূল বিধায়কের দ্বারস্থ হন মহিলারা। কিন্তু কোনও টাকা তারা ফেরত পাননি বলে অভিযোগ।

অভিযোগকারীর বক্তব্য, চাকরির জন্য আড়াই লক্ষ করে টাকা নিয়েছিলেন বিধায়ক। পরে ২০২০ সালে ভুয়ো নিয়োগপত্র দেওয়া হয়। তৃণমূল বিধায়ক আবদুর রহিম বক্সির বক্তব্য, তাঁকে হেনস্থা করতেই মিথ্যে অভিযোগ আনা হয়েছে। তবে কী এটা শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব নাকি বিরোধী শিবিরের পদক্ষেপ? মুখ খুলতে নারাজ তৃণমূল বিধায়ক।