Malda: শাঁখ বাজিয়ে বাহিনী বরণ মালদায়, চলছে রাজনৈতিক হামলা

রবিবার পুরাতন মালদার সাহাপুর গ্রামে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আসতেই তাদের শঙ্খধ্বনি এবং পুষ্পবৃষ্টিতে স্বাগত জানান এলাকার মহিলারা। বিভিন্ন এলাকা পায়ে হেঁটে ঘুরে দেখেন কেন্দ্রীয় জওয়ানরা।…

রবিবার পুরাতন মালদার সাহাপুর গ্রামে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আসতেই তাদের শঙ্খধ্বনি এবং পুষ্পবৃষ্টিতে স্বাগত জানান এলাকার মহিলারা। বিভিন্ন এলাকা পায়ে হেঁটে ঘুরে দেখেন কেন্দ্রীয় জওয়ানরা। এলাকাবাসী এবং ভোটারদের সঙ্গে কথা বলেন। নির্বিগ্নে ভোট প্রয়োগের কথা বলেন তারা। এদিন মালদায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের রুট মার্চ করতে দেখা যায়।

ভোটের দামামা বেজে গিয়েছে। আগামী ৮ জুলাই গ্রাম-বাংলার নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনের আগেই জেলায় জেলায় আসতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। শুরু হয়ে গিয়েছে রুট মার্চ। আদালতের নির্দেশে নির্বাচন কমিশনের আবেদনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের উদ্যোগে শুক্রবারই রাজ্যে পৌঁছায় ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। জানা গিয়েছে প্রথম পর্যায়ে ২২ জেলায় ১ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী পৌঁছায়। শনিবার থেকেই শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ।

   

পঞ্চায়েত ভোটের নিরাপত্তার সমস্ত দিক খতিয়ে দেখবে কেন্দ্রীয় বাহিনী। কমিশনের আবেদন অনুযায়ী আরও ৩১৫ কোম্পানি বাহিনী খুব শীঘ্রই আসছে বাংলায়। ভোটের আগেই বাংলায় পৌঁছবে বাকি ৫৮৫ কোম্পানি বাহিনী। মোট ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে পঞ্চায়েত ভোটের নিরাপত্তার দায়িত্বে।