Birbhum: অনুব্রত ঘনিষ্ঠ একাধিক নেতা-কর্মীকে তাড়াল তৃণমূল

পঞ্চায়েত ভোটের আগেই বড়ো ধস তৃণমূলে। বীরভূমে (birbhum) অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ ৩০ জন তৃণমূল কর্মী সমর্থকদের দল থেকে বহিষ্কার করা হলো। রাজ্যে পঞ্চায়েত ভোটের দামামা…

Anubrata-Mondal

পঞ্চায়েত ভোটের আগেই বড়ো ধস তৃণমূলে। বীরভূমে (birbhum) অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ ৩০ জন তৃণমূল কর্মী সমর্থকদের দল থেকে বহিষ্কার করা হলো। রাজ্যে পঞ্চায়েত ভোটের দামামা বেজেছে। কেষ্টহীন বীরভূমে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে রীতিমত উতপ্ত।

এবার পঞ্চায়েত ভোটের আগেই ৩০ জন তৃণমূল কর্মীকে দল থেকে সম্পূর্ণরূপে বহিষ্কার করার বিষয়ে বোলপুরে তৃণমূলের জেলার দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন দলীয় কোর কমিটির দুই সদস্য। ছিলেন বিকাশ রায় চৌধুরী তিনি জেলা কমিটি কোর কমিটির আহব্বায়ক অন্য দিকে রানা সিংহ বীরভূমের লাভপুরের বিধায়ক ও কোর কমিটির সদস্য।

তারা সাংবাদিক বৈঠক করে সাফ জানিয়ে দেয় বীরভূম জেলায় বিশেষ করে ছয়টি ব্লকের ৩০ জন তৃণমূল কর্মীকে দল থেকে সম্পূর্ণভাবে বহিষ্কার করে দেওয়া হলো।

বহিষ্কৃতদের অভিযোগ, ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব শেষ হয়েছে। এই মুহূর্তে বিভিন্ন রাজনৈতিক দল প্রচারে নেমেছে। কিন্তু দেখা যাচ্ছে , খয়রাশোল, রামপুরহাট, মুরারই, দুবরাজপুর, সিউড়ি, রাজনগর এই ব্লকে বহিষ্কৃত ৩০ জন তৃণমূলের কর্মীরা দীর্ঘদিন ধরেই দল করে আসছে। অথচ এবারের ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনে তারা টিকিট পায়নি। তাই রীতিমতো ক্ষুব্ধ হয়েই তারা এবার নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছে তৃণমূলের বিরুদ্ধে।

জেলার দলীয় কার্যালয়ের সদস্যদের দাবি, এই ৩০ জন তৃণমূল কর্মীকে প্রথমে বীরভূম জেলা কোর কমিটির পক্ষ থেকে সতর্ক করা হয়। পরবর্তীতে তাদের বলা হয় দলের বিরুদ্ধে দলের কর্মী হয়ে লড়াই করা যাবে না।

রাজ্যের শীর্ষ নেতৃত্বের নির্দেশ আছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তাই স্বাভাবিকভাবেই রাজ্যের নির্দেশকে বহাল রেখেই ওই ৩০ জনকে দল থেকে বহিস্কার করা হয়। তাদের মধ্যে অনেকেই রয়েছে যারা অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ।