Home West Bengal হিন্দু নির্যাতন! বাংলাদেশি নাগরিকদের জন্য হোটেলের দরজা বন্ধ করল মালদহের ব্যবসয়ীরা

হিন্দু নির্যাতন! বাংলাদেশি নাগরিকদের জন্য হোটেলের দরজা বন্ধ করল মালদহের ব্যবসয়ীরা

Malda hotels ban Bangladeshi citi

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর ধারাবাহিক হামলার অভিযোগের প্রেক্ষিতে এবার কড়া অবস্থান নিল মালদা হোটেল মালিক সমিতি। সংগঠনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আপাতত কোনও বাংলাদেশি নাগরিককে মালদার হোটেলে থাকার সুযোগ দেওয়া হবে না। এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার পাশাপাশি সীমান্ত পরিস্থিতি বিবেচনায় আন্তর্জাতিক সীমান্তে নজরদারি আরও জোরদার করেছে সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ)।

Advertisements

ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী জেলা মালদায় দীর্ঘদিন ধরেই চিকিৎসা ও পড়াশোনার ভিসায় আসা বাংলাদেশি নাগরিকদের বড় অংশ হোটেলগুলিতে অবস্থান করতেন। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে সেই চিত্র বদলাতে চলেছে। হোটেল মালিক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশি নাগরিকদের নতুন কোনও বুকিং গ্রহণ করা হবে না এবং পূর্ববর্তী ব্যবস্থাও ধাপে ধাপে বন্ধ করা হচ্ছে।

   

মালদা হোটেল মালিক সমিতির সভাপতি কৃষ্ণেন্দু চৌধুরী জানান, বাংলাদেশে চলমান অস্থির পরিস্থিতি, সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং ভিসা সংক্রান্ত প্রক্রিয়া কার্যত বন্ধ থাকার বিষয়টি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর কথায়, “নিরাপত্তা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই আমাদের এই কঠোর পদক্ষেপ।”

এই সিদ্ধান্ত ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলেও প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিজেপি নেতা গৌর চন্দ্র মণ্ডল স্পষ্টভাবে বলেন, সীমান্ত পেরিয়ে আসা বিদেশিদের জন্য হোটেলে থাকার সুযোগ পুরোপুরি বন্ধ হওয়া উচিত। তাঁর দাবি, নিরাপত্তার স্বার্থে এই বিষয়ে কোনও রকম শিথিলতা রাখা চলবে না।

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের জেলা মুখপাত্র আশীষ কুণ্ডু বিষয়টিকে কিছুটা ভিন্ন দৃষ্টিতে দেখেছেন। তিনি বলেন, হোটেল মালিকরা তাঁদের মতামত জানাতে পারেন, তবে বিদেশি নাগরিকদের প্রবেশ ও অবস্থান সংক্রান্ত সিদ্ধান্ত মূলত কেন্দ্রীয় সরকারের নীতির সঙ্গে যুক্ত। রাজ্য সরকার সেই নীতির মধ্যেই চলতে বাধ্য।

সব মিলিয়ে, প্রতিবেশী দেশের অশান্ত রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি এবং সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের আবহে মালদায় বাংলাদেশি নাগরিকদের হোটেলে থাকার ক্ষেত্রে কার্যত ছেদ টানল হোটেল মালিক সমিতির এই সিদ্ধান্ত। পরিস্থিতির দিকে নজর রেখেই পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহল।

Advertisements