Malbazar Flash Flood: মাল নদীর গতি ঘোরানোই হয়েছিল, সেলিমের দাবিতে বিজেপির সমর্থন

BJP supported CPM leader Mohammed Saleem's demand

মালবাজারে বিজয়া দশমীর দিন বিসর্জনের সময় হড়পা বান (Malbazar Flash Flood) যেভাবে দর্শনার্থীদের ভাসিয়ে নিয়ে গেছে তার কারণ, অপরিকল্পিতভাবে বালির বস্তা ফেলে নদীর গতিপথ ঘোরানো। এমনই দাবি করে রাজ্য সরকারকে তীব্র বিড়ম্বনায় আগেই ফেলেছেন সিপিআইএম (CPIM) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। শুক্রবার মালবাজার গিয়ে একই কথা বলল বিজেপি (BJP) প্রতিনিধি দল।

Advertisements

আহত ও নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে একটি রিপোর্ট তৈরি করবে বিজেপি। শীর্ষ নেতৃত্বের কাছে সেটি জমা দেবেন তাঁরা। মালবাজারে উপস্থিত হয় বিজেপির ৯ জনের প্রতিনিধি দল। জলপাইগুড়ি জেলা প্রশাসনকে জানিয়ে দুর্ঘটনাস্থলে যান সাংসদ জয়ন্ত রায়।

এই দলে আছেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ ছাড়া দীপক বর্মন, শঙ্কর ঘোষ, বাপী গোস্বামী, মনোজ টিগ্গা, শিখা চট্টোপাধ্যায়, পুনা ভেংরা, কৌশিক রায় ও বিষ্ণুপদ রায়৷ স্থানীয়দের সঙ্গে কথা বলেন বিধায়ক ও সাংসদরা। এছাড়াও মৃতদের পরিবারের সঙ্গে কথা বলেন তাঁরা।

Advertisements

মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গার অভিযোগ, অপরিকল্পিতভাবে নদীর গতিপথ ঘোরানো হয়েছে। ব্রিজের পিলারের ২০০ মিটারের মধ্যে কিছু খনন করা যায় না। এখানে তাও করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।