শুক্রবার ইন্ডিয়ান সুপার লিগ( ISL) টুর্নামেন্টের ঢাকে কাঠি পড়তে চলেছে। তার আগে এদিনেই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং’র (Yuvraj Singh) একটি টুইট ভিডিও ভাইরাল হয়েছে কেরালা ব্লাস্টার্স এফসির টুইটার হ্যান্ডেলে। যা নিয়ে বিতর্ক তুঙ্গে।
সম্প্রতি, ইস্টবেঙ্গল এফসি তাদের নতুন প্রিন্সিপাল স্পনসর 1XBAT sporting lines নিয়ে বিতর্কে জড়িয়েছে।এটি একটি অনলাইন জুয়া(বেটিং এবং গ্যামলিং ওয়েবসাইট) পরিচালন প্রতিষ্ঠান। এই খবর সামনে আসতেই যত বিতর্ক। এবার একই বিতর্কে নাম জড়িয়ে গেল ইন্ডিয়ান সুপার লিগে খেলা দল কেরালা ব্লাস্টার্সের। এই একই প্রতিষ্ঠান অর্থাৎ স্পনসর 1XBAT sporting lines কেরালা ব্লাস্টার্সের স্পনসর।
সংক্ষিপ্ত সময়ের ওই টুইট ভিডিওতে দেখা যাচ্ছে কেরালা ব্লাস্টার্স টিমের সমর্থনে তাদের জার্সি পড়ে রয়েছে যুবরাজ সিং এবং জার্সিতে বড় বড় অক্ষরে লেখা বিতর্কিত ওই প্রতিষ্ঠানের নাম 1XBAT sporting lines।
Thank You for your wishes, @YUVSTRONG12! 💛
We can't wait to get started 👊@1xBatSporting #ഒന്നായിപോരാടാം #KBFC pic.twitter.com/eZNpHC3lh1
— Kerala Blasters FC (@KeralaBlasters) October 7, 2022
কেরালা ব্লাস্টার্সের ওই জার্সি পড়ে যুবিকে বলতে শোনা যাচ্ছে যে,”আমার দল কেরালা ব্লাস্টার্স এই মরসুমের জন্য অভিনন্দন,” সঙ্গে হলুদ জার্সিধারী খেলোয়াড়দের সঙ্গে যুবিকে উল্লাস করতে দেখা গিয়েছে। মুহুর্তে এই ভিডিও ভাইরাল তো হয়েই’ছে সঙ্গে বিতর্কের রেশ আরও ছড়িয়ে পড়েছে ভারতীয় ফুটবল মহলে।