Mahua Moitra: আশঙ্কাই সত্যি হল, আজ ইডির ডাকে সাড়া দিলেন না মহুয়া

ইডির ডাকে সাড়া দিলেন না কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র (Mahua Moitra)। বিদেশী মুদ্রা লেনদেন মামলায় আজ বৃহস্পতিবার ইডির সদর দফতরে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডেকে পাঠানো হয়েছিল। প্রচারে কালীগঞ্জ যাচ্ছেন মহুয়া মৈত্র। 

রাজনৈতিক মহল আশঙ্কা করছিল যে লোকসভা ভোটের মুখে আজ আদৌ তিনি ইডি দফতরে হাজিরা দেবেন কিনা। কিন্তু এবার সেই আশঙ্কাই অক্ষরে অক্ষরে মিলে গেল।  ৪৯ বছর বয়সী এই প্রাক্তন সাংসদকে এর আগে দু’বার জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল কেন্দ্রীয় সংস্থা। তবে সরকারি কাজের কারণ দেখিয়ে সেই সমনও এড়িয়ে যান তিনি।

   

বুধবার মহুয়া মৈত্র ও দুবাইয়ের ব্যবসায়ী দর্শন হিরানন্দানিকে আজ হাজিরা দেওয়ার জন্য নতুন করে সমন জারি করে ইডি। শিল্পপতি গৌতম আদানি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ অন্যান্যদের বিরুদ্ধে আক্রমণ করতে হিরানন্দানির কাছ থেকে নগদ টাকা ও উপহারের বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ রয়েছে মহুয়া মৈত্রের বিরুদ্ধে। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের অভিযোগের ভিত্তিতে তদন্তের পর ডিসেম্বরে তাঁকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়।

সূত্রের খবর, অনাবাসী বহিরাগত (এনআরই) অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত লেনদেনের পাশাপাশি আরও কয়েকটি বিদেশি রেমিট্যান্স এবং তহবিল স্থানান্তর ইডির স্ক্যানারে রয়েছে।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন