Madhyamik: মাধ্যমিকে প্রশ্ন ফাঁসের ‘হ্যাট্রিক’ অভিযোগ, এবার ইতিহাস

টানা তিনটে পরীক্ষায় প্রশ্ন ফাঁস অভিযোগ। বাংলা-ইংরাজির পর এবার ইতিহাসেও ফাঁস! সোমবার মাধ্যমিকে ছিল ইতিহাস পরীক্ষা। প্রশ্নপত্র সোশ্যাল সাইটে ভাইরাল হয় বলে অভিযোগ। এবারও মালদা…

টানা তিনটে পরীক্ষায় প্রশ্ন ফাঁস অভিযোগ। বাংলা-ইংরাজির পর এবার ইতিহাসেও ফাঁস! সোমবার মাধ্যমিকে ছিল ইতিহাস পরীক্ষা। প্রশ্নপত্র সোশ্যাল সাইটে ভাইরাল হয় বলে অভিযোগ। এবারও মালদা থেকে প্রশ্ন ফাঁসের অভিযোগ। মানিকচক ব্লকের এরাইপুর উচ্চ বিদ্যালয়ের ঘটনা

শুক্রবার থেকে রাজ্যে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। প্রশ্নপত্র ফাঁস রুখতে নিরাপত্তা নিয়েছে পর্ষদ। তবে প্রতি পরীক্ষায় হচ্ছে প্রশ্ন ফাঁস।

অভিযোগ প্রশ্নপত্রে ব্যবহার করা কোড ব্লার করে প্রশ্নপত্রের ছবি সোশ্যাল সাইটে ভাইরাল করার চেষ্টা করা হয়। অভিযুক্ত পরীক্ষার্থীদের ধরে ফেলে এরাইপুর বিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রশ্নপত্র সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় এই পরীক্ষার্থী যুক্ত তাই পর্ষদের নির্দেশ মত পরীক্ষা বাতিল করা হয়েছে।

প্রশ্নপত্র ফাঁস করার ঘটনায় মালদহ জেলারই তিন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হয়েছে। গত তিনদিনের মাধ্যমিক পরীক্ষায় এখনও পর্যন্ত মোট ১৭ জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করল পর্ষদ। কী করে মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্র পর্যন্ত ঢুকে গেল ওই তিন পরীক্ষার্থী তা খতিয়ে দেখা হচ্ছে।