সিবিআই এলেই অনুব্রত অসুস্থ হয়, মুখ খুলছেন মদনবাবু

ফের একবার বেফাঁস মন্তব্য করে বসলেন মদন মিত্র। আর যার তার বিষয় নয়, মন্তব্য করলেন বীরভূমের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি ও গোরু পাচারকান্ডে জড়িত নেতা…

ফের একবার বেফাঁস মন্তব্য করে বসলেন মদন মিত্র। আর যার তার বিষয় নয়, মন্তব্য করলেন বীরভূমের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি ও গোরু পাচারকান্ডে জড়িত নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে।

বিধায়ক মদন মিত্র বলেন, সিবিআই যখন আসে তখনই অনুব্রত মণ্ডল অসুস্থ হয়ে যায়। আবার অনুব্রত মণ্ডল অসুস্থ হলেই সিবিআই আসে। মদনবাবুর এই মন্তব্যের জেরে বোমা ফাটল রাজনীতিতে। ফের বিতর্ক শুরু হয়েছে।

গোরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে মোট ছয়বার তলব করেছিল সিবিআই। ছয়বারের মধ্যে একবারের জন্যও নিজাম প্যালেসে হাজিরা দেননি তিনি। পঞ্চম বার নিজাম প্যালেসের জন্য বাড়ি থেকে বের হয়ে এসএসকেএম হাসপাতালে চলে যান অনু্ব্রত। সেখানেই তিনি ১৭ দিন ভর্তি ছিলেন। এরপরে সিবিআইকে মেল করে ২১ মে পর্যন্ত সময় চেয়েছেন অনুব্রত। এসব নিয়ে মন্তব্য করেন মদন মিত্র।

কামারহাটির বিধায়ক মদন মিত্র আরও জানান, এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় সিবিআই এর মুখোমুখি হয়েছিলেন। অনুব্রত মণ্ডলের উচিত সিবিআইকে ফেস করা। দক্ষিণেশ্বরে অক্ষয় তৃতীয়ার দিন পুজো দিতে এসে এমন জানান তিনি।