আনিস খুনে সঠিক বিচারের দাবি পুলিশ সুপার স্ত্রী লাভলি মৈত্রের

পুরভোটের দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে এসে আনিস খানের খুনের সঠিক বিচার চাইলেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মিত্র। ঘটনাচক্রে তাঁর স্বামী  সৌম্য হাওডা় গ্রামীণের পুলিশ সুপার৷…

পুরভোটের দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে এসে আনিস খানের খুনের সঠিক বিচার চাইলেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মিত্র। ঘটনাচক্রে তাঁর স্বামী  সৌম্য হাওডা় গ্রামীণের পুলিশ সুপার৷ তাঁর দিকেও অভিযোগের আঙ্গুল তুলেছে বিরোধীরা৷

বৃহস্পতিবার সোনারপুর রাজপুর পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচার করতে আসেন বিধায়ক লাভলি মৈত্র। তিনি বলেন, আনিসের খুনের নিরপেক্ষ তদন্ত হবে। মুখ্যমন্ত্রী নিজে এই ঘটনায় হস্তক্ষেপ করেছেন।‌ সিট আসল অপরাধীকে খুঁজে বার করবে। তাঁর অভিযোগ, কিছু কিছু রাজনৈতিক নেতা তদন্তে বাঁধা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু তারা সফল হবে না বলেও জানান বিধায়ক। 

   

লাভলির স্বামী এই ঘটনায় অভিযুক্ত।‌  তৃণমূল বিধায়ক ও তাঁর স্বামীকে নিয়ে নানা বিতর্ক শুরু হয়েছে। সেই বিতর্কে গুরুত্ব দিচ্ছে না কেউই। সময় হলে সত্য ঠিক সামনে আসবে বলে বিশ্বাস বিধায়কের। 

গত শুক্রবার নিজের বাড়ির ছাদ থেকেই পড়ে মৃত্যু হয় এসএফআই ছাত্র নেতা আনিস খানের। তাঁর বাবার অভিযোগ, রাতে পুলিশ এসে ছেলের সাথে কথা বলে বেরিয়ে যাওয়ার পরই ঘটনা ঘটে। তাই রাজ্য পুলিশে ভরসা না করে সিবিআই চাইছে আনিসের পরিবার।‌ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সিট গঠন হয়েছে। ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাদের কোর্টে তোলা হলে নিজের সাফাইয়ে ধৃত পুলিশকর্মীরা জানায়, এসপির নির্দেশেই আনিসের বাড়িতে গিয়েছিলেন। তবে খুনের তদন্ত এখনও বাকি।