Ukraine War: বিপদের দিনে ইউক্রেনের পাশে নেই বন্ধু আমেরিকা, লড়বে না ন্যাটো বাহিনী

রাশিয়ার আক্রমণ ঠেকাতে ইউক্রেনে (Ukraine War) সেনা পাঠাবে না ন্যাটো।  জানিয়ে দিলেন মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বে চলা এই জোটের মহাসচিব জেনস স্টলটেনবার্গ। ইউক্রেনের উপর রাশিয়ার আক্রমণ…

Ukraine War America is not on Ukraine's side

রাশিয়ার আক্রমণ ঠেকাতে ইউক্রেনে (Ukraine War) সেনা পাঠাবে না ন্যাটো।  জানিয়ে দিলেন মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বে চলা এই জোটের মহাসচিব জেনস স্টলটেনবার্গ। ইউক্রেনের উপর রাশিয়ার আক্রমণ প্রসঙ্গে সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন তিনি।

ন্যাটো প্রধান বলেছেন, ‘ইউক্রেনের ভিতরে কোনও ন্যাটো সেনা নেই। আমরা পরিষ্কার জানিয়ে দিয়েছি যে, ইউক্রেনে ন্যাটো সেনা মোতায়েনের পরিকল্পনাই আমাদের নেই।’ তবে তিনি জানান, এরই মধ্যে ন্যাটো এলাকার পূর্বাংশে সেনা উপস্থিতি বাড়ানো হয়েছে এবং তা আরও বাড়ানো হবে।

ন্যাটো প্রধান স্টলটেনবার্গ অভিযোগ করেন, রাশিয়া ইউক্রেনে যুদ্ধ শুরু করে ইউরোপ মহাদেশের শান্তি নষ্ট করেছে। তিনি বলেন, রাশিয়া ইউক্রেন আক্রমণ করেছে। এটি নৃশংস যুদ্ধকর্ম। ইউক্রেনের সাহসী জনগণের জন্য আমাদের সমবেদনা থাকল।

বিশ্লেষকদের দাবি,বিরাট রুশ সেনার সামনে দাঁড়ানো খুব একটা সুবিধার নয় এমনই বুঝতে পারছে মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশগুলি। সেটা আগেই আঁচ করে রুশ প্রেসিডেন্ট পুতিন সামরিক অভিযান শুরু করেছেন।