Sayantika Banerjee: প্রার্থী তালিকা ঘোষণা হতেই পদত্যাগ অভিনেত্রী সায়ন্তিকার

বাঁকুড়া: তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হতেই দিকে দিকে বিদ্রোহের আগুন! ব্যারাকপুরের অর্জুন সিংহের পর এবার ঘোঁসা করলেন অভিনত্রী সায়ন্তিকা৷ তৃণমূলের রাজ্য সম্পাদকের পদ থেকে…

Sayantika Banerjee

বাঁকুড়া: তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হতেই দিকে দিকে বিদ্রোহের আগুন! ব্যারাকপুরের অর্জুন সিংহের পর এবার ঘোঁসা করলেন অভিনত্রী সায়ন্তিকা৷ তৃণমূলের রাজ্য সম্পাদকের পদ থেকে ইস্তফা দিলেন চিত্রাভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)! দলীয় প্যাডে রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে উদ্দেশ্য করে লেখা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের নামে ‘ইস্তফা’র চিঠি সোশ্যাল মিডিয়ায় ‘ভাইরাল’। ‘ভাইরাল’ এই চিঠির সত্যতা যাচাই করেনি kolkata24x7।

‘ভাইরাল’ ওই চিঠিতে ‘আগামী লোকসভা নির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সর্বাঙ্গিক সাফল্য কামনা’ করে ‘ব্যক্তিগত কারণ দেখিয়ে’ ‘দলের সমস্ত রাজনৈতিক দায়িত্ব থেকে ইস্তফা’ দেওয়ার কথা বলা হয়েছে।

উল্লেখ্য, গত ২০২১র -র বিধানসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্র থেকে প্রতিদ্বন্দিতা করে বিজেপির নীলাদ্রি শেখর দানার কাছে ‘হেরে’ যান চিত্রাভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার পরেও বাঁকুড়ার মাটি ছেড়ে যাননি তিনি। ‘বহিরাগত’ তকমা ঝেড়ে ফেলে বাঁকুড়ার ‘ঘরের মেয়ে’ হয়ে উঠতে এখানকার মাটি আঁকড়ে পড়ে ছিলেন তিনি। দীর্ঘ এই সময়কালে জেলার অজস্র রাজনৈতিক ও সামাজিক কর্মসূচীতে তাঁকে অংশ নিতে দেখা গেছে তাঁকে। এরই মাঝে রাজ্য তৃণমূলের সম্পাদকের দায়িত্ব পান তিনি।

রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, ২০২৪-র লোকসভা ভোটে তাঁকে এখানে প্রার্থী করা হবে ধরে নিয়েই ‘বাঁকুড়ায় পড়ে ছিলেন’ সায়ন্তিকা। কিন্তু রবিবার দলের প্রার্থী তালিকা প্রকাশের পর দেখা যায় ‘নাম নেই’ তাঁর। দলের জেলা সভাপতি, তালডাংরার বিধায়ক অরুপ চক্রবর্ত্তীকে এই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে।

‘ভাইরাল’ এই ইস্তফাপত্রের সত্যতা জানতে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি, তাই তাঁর প্রতিক্রিয়া মেলেনি। বাঁকুড়া জেলা তৃণমূল নেতৃত্বের তরফেও এবিষয়ে কিছু বলতে অস্বীকার করা হয়েছে।