Mohun Bagan: জয় পাওয়ার পর কী বললেন বিশাল কাইথ? জানুন

চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইমামি ইস্টবেঙ্গলকে হারিয়ে বর্তমানে ইন্ডিয়ান সুপার লিগের শীর্ষস্থানে রয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। এবারের আইএসএলের লিগশিল্ড জয়ের ক্ষেত্রে আর কিছুটা দূরে রয়েছে কলকাতা…

Vishal Kaith

চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইমামি ইস্টবেঙ্গলকে হারিয়ে বর্তমানে ইন্ডিয়ান সুপার লিগের শীর্ষস্থানে রয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। এবারের আইএসএলের লিগশিল্ড জয়ের ক্ষেত্রে আর কিছুটা দূরে রয়েছে কলকাতা ময়দানের এই প্রধান। সব ঠিকঠাক চললে আগামী মরশুমে ভারতের একমাত্র দল হিসেবে এএফসি চ্যাম্পিয়নস লিগে খেলার ছাড়পত্র থাকবে তাদের হাতে।

এছাড়াও অন্যান্য দলগুলির সঙ্গে পাল্লা দিয়ে আইএসএল জেতার ও সুযোগ রয়েছে তাদের কাছে। দ্বিতীয় লেগের শুরুতে এই দলের কাছে আটকে গিয়েছিল মেরিনার্সরা। পরবর্তীতে ম্যাচ যত এগিয়েছে ততই ছন্দে ফিরেছে শুভাশিসরা। একের পর এক ম্যাচে জয়। দিমিত্রি পেত্রাতোস থেকে শুরু করে অনবদ্য ভূমিকা ছিল গোলরক্ষক বিশাল কাইথের।

রবিবারের কলকাতা ডার্বিতে ও ফুল ফোটালেন তিনি। প্রথম দিকেই ক্লেটন সিলভার পা থেকে বল ক্লিয়ার করতে গিয়ে গোল বক্সে ফাউল করে বসেন বিশাল। পেনাল্টি পেয়ে যায় ইস্টবেঙ্গল। কিন্তু গোল করা সম্ভব হয়নি তাদের পক্ষে। বিশালের দক্ষতায় আটকে যেতে হয় ইস্টবেঙ্গলের ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে। তা নিঃসন্দেহে বাড়তি অক্সিজেন জুগিয়েছিল বাগান ফুটবলারদের মধ্যে।

পরবর্তীতে সুযোগ বুঝে গোল করে দলকে এগিয়ে দেন জেসন কামিন্স। তারপর সেই ট্রেন্ড বজায় রেখেই ব্যবধান বাড়ান লিস্টন কোলাসো এবং দিমিত্রি পেত্রাতোস। প্রতিপক্ষের তরফ থেকে সাউল ক্রেসপো একটি গোল শোধ করলেও তা ম্যাচের ফেরার জন্য যথেষ্ট ছিল না। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে লাল-হলুদের তরফ থেকে ঘনঘন আক্রমণ উঠে আসলেও আটকে গিয়েছিল বাগান গোলরক্ষকের হাতে। এছাড়াও একটি নিশ্চই গোল আটকে দেন বিশাল।

ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেটিকেই টার্নিং পয়েন্ট মনে করছেন ভারতীয় দলের এই গোলরক্ষক। তার কথায়, প্রথমার্ধে দলের গোল খাওয়া নিঃসন্দেহে যথেষ্ট চাপে ফেলে দিতে পারে। বিশেষ করে এমন বড় ম্যাচের ক্ষেত্রে একবার পিছিয়ে পড়লে ম্যাচের ফেরা যথেষ্ট কঠিন হয়ে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে পেনাল্টি সেভ করতে পেরে তিনি যথেষ্ট খুশি। সেই সেভের পর থেকেই নাকি ভালো খেলতে পেরেছেন বিশাল। বর্তমানে দল টুর্নামেন্টের শীর্ষস্থানে রয়েছে। এবার শক্তিশালী কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে টুর্নামেন্টের শিল্ড জেতাই এখন তাদের একমাত্র উদ্দেশ্য।