গণনার আগের দিন আচমকা বেড়ে গেল বাংলার ৯ কেন্দ্রে ভোটদানের হার!

আগের ৬ দফার মতই সপ্তম দফাতেও আচমকা বেড়ে (Lok Sabha Election) গেল ভোটদানের হার। শনিবার সপ্তম দফায় বাংলার ৯ কেন্দ্রে ভোট হয় – দমদম, বারাসত,…

lok-sabha-election-west-bengals-9-seat-increase-in-voting-percentage-compared-to-the-previous-report

আগের ৬ দফার মতই সপ্তম দফাতেও আচমকা বেড়ে (Lok Sabha Election) গেল ভোটদানের হার। শনিবার সপ্তম দফায় বাংলার ৯ কেন্দ্রে ভোট হয় – দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ।

রবিবার কমিশন জানিয়েছিল, এই ৯ কেন্দ্রে ভোটদানের হার ৭৩.৭৯ শতাংশ। আর আজ, সোমবার কমিশন (Lok Sabha Election) জানাল, এই ৯ কেন্দ্রে ভোটদানের হার ৭৬.৮ শতাংশ।

   

অর্থাৎ, ৩ শতাংশ ভোট বেড়েছে এই ৯ কেন্দ্রে। ভোটের দু-তিনদিন পরে ভোটদানের হার বেড়ে যাওয়া নিয়ে অনেক আগেই প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয় দফার ভোটের পর তিনি বলেছিলেন, কত শতাংশ ভোট পড়েছে প্রথম দুই দফায়। ৫ শতাংশ ভোট বাড়িয়ে দিয়েছে। বিজেপির ভোট যেখানে কম, সেখানে ভোট বাড়িয়ে দেওয়া হয়েছে।

এমনকী নির্বাচনে কারচুপি করা হতে পারে বলেও অভিযোগ করেন মমতা। বিজেপির পাশাপাশি তৃণমূল সুপ্রিমো একহাত নেন নির্বাচন কমিশনকে। মমতা সাফ জানিয়ে দেন, ভোট নিয়ে প্রতারণা করা হচ্ছে। যেখানে ভোট কম পড়েছে, সেখানে বিজেপির ভোট ৫ শতাংশ বাড়ানো হয়েছে। বিজেপির কমিশন নয়, নিরপেক্ষ কমিশন হোন। ইভিএম নিয়ে সন্দেহ রয়েছে, মানুষের সন্দেহ দূর করুন।

চরম খারাপ ফল হবে তৃণমূলের! ইঙ্গিত দলেরই যুবনেতা দেবাংশুর ‘এক্সিট পোল’-এ

ইভিএম কারা বানিয়েছে, সেই প্রশ্নও তুলেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ফরাক্কার সভা থেকে তিনি বলেন, রাতারাতি ভোটের হার বেড়ে গেল। ইভিএম কারা বানিয়েছে, তা দেখা হোক। কীভাবেই বা ভোটের সংখ্যাটা বাড়ল, আমরা তা জানতে চাই। বিজেপির কমিশন নয়, নিরপেক্ষ কমিশন হন।

এদিক এই ৯ কেন্দ্রে ভোটদানের হার ৩ শতাংশ বৃদ্ধি পেলেও ২০১৯ এর হারকে টপকাতে পারেনি। বলে রাখা ভালো, সোমবার বারাসত এবং মথুরাপুরের একটি করে কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ হচ্ছে। আজ সন্ধ্যা ৬টায় ভোট শেষ হবে। তারপরে এই চূড়ান্ত হারে কিছুটা হলেও পরিবর্তন হতে পারে।

কোন কেন্দ্রে ভোটদানের হার বেড়ে কত হল

দমদম কেন্দ্রে ৭২.৩৭ থেকে বেড়ে ৭৩.৮১ শতাংশ

বারাসত কেন্দ্রে ৭৬.১১ থেকে বেড়ে ৮০.১৮ শতাংশ

বসিরহাট কেন্দ্রে ৮২.৮১ থেকে বেড়ে ৮৪.৩১ শতাংশ

জয়নগর কেন্দ্রে সাড়ে ৩ শতাংশ বেড়ে ৮০.০৮ শতাংশ

মথুরাপুর কেন্দ্রে ৮০.৭৩ থেকে বেড়ে ৮২.০২ শতাংশ

ছাপ্পার জেরে ভোট বাতিল! রাজ্যের দুই বুথে আজ চলছে পুনর্নির্বাচন

ডায়মন্ড হারবার কেন্দ্রে বেড়ে হয়েছে ৮১.০৪ শতাংশ

যাদবপুর কেন্দ্রে কেন্দ্রে বেড়ে হয়েছে ৭৬.৬৮ শতাংশ

কলকাতা উত্তর কেন্দ্রে বেড়ে হয়েছে ৬৩.৫৯ শতাংশ

কলকাতা দক্ষিণ কেন্দ্রে বেড়ে হয়েছে ৬৬.৯৫ শতাংশ

দেশজুড়ে এবার সাত দফায় লোকসভা নির্বাচন হয়েছে। ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে, ২০ মে, ২৫ মে, ১ জুন সাত দফায় ভোটগ্রহণ হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, বাংলার ভোট নিয়ে তারা সন্তুষ্ট। অন্য বারের তুলনায় এ বার ভোটে অশান্তি কম হয়েছে বলে জানিয়েছে তারা। আগামী কাল, মঙ্গলবার ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে।

মেয়ের সুস্থতা কামনায় পুজো মুসলিম পরিচারিকার, জয়জিতের বাড়ির লোকনাথ পুজোয় অনন্য ছবি