Lok Sabha Election 2024: একনজরে রাজ্যের তিন লোকসভা কেন্দ্র – কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি

রাত পোহালেই লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। আগামীকাল, শুক্রবার উত্তরবঙ্গের তিন আসন, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভোট রয়েছে। উনিশের লোকসভা নির্বাচনে তিনটি কেন্দ্রেই জয়লাভ…

Lok Sabha Election

রাত পোহালেই লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। আগামীকাল, শুক্রবার উত্তরবঙ্গের তিন আসন, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভোট রয়েছে। উনিশের লোকসভা নির্বাচনে তিনটি কেন্দ্রেই জয়লাভ করে বিজেপি। এবার বিজেপির থেকে এই তিনটি আসন ছিনিয়ে নিতে মরিয়া তৃণমূল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমন উত্তরবঙ্গ প্রচার করে গিয়েছেন, ঠিক তেমনই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই তিন কেন্দ্রে জনসভা-রোড শো করেছেন।

আগামী কাল, শুক্রবার সকাল ৭টা থেকে শুরু হবে ভোটগ্রহণ। নির্বাচন চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এই তিনটি কেন্দ্রের জন্য মোট ২৫০ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) মোতায়েন করা হয়েছে। এছাড়াও এই তিন কেন্দ্রের জন্য নির্বাচন কমিশন মোট ১০ হাজার কর্মী মোতায়েন করেছে। এর মধ্যে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীও রয়েছে। একনজরে দেখে নিন তিন হাইভোল্টেজ কেন্দ্রের খুঁটিনাটি-

কোচবিহার

কোচবিহার কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ১৯ লক্ষ ৬৬ হাজার ৮৯৩ জন। এই কেন্দ্র থেকে মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন – নিশীথ প্রামানিক (বিজেপি), জগদীশবর্মা বর্মা বসুনিয়া (তৃণমূল), পিয়া রায়চৌধুরী (কংগ্রেস), নীতিশচন্দ্র রায় (ফরওয়ার্ড ব্লক)। এই কেন্দ্রে ১১২ কোম্পানি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। কোচবিহারের ২০৪৩টি বুথের মধ্যে ১৯৬টি বুথকে সংবেদনশীল হিসেবে ঘোষণা করেছে।

আলিপুরদুয়ার

আলিপুরদুয়ার কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ১৭ লক্ষ ৭২ হাজার ৮৭৭ জন। এই কেন্দ্রে মোট প্রার্থীর সংখ্যা ১১। উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন – মনোজ টিগগা (বিজেপি), প্রকাশ চিকবরাইক (তৃণমূল), মিলি ওঁরাও (আরএসপি)। এই কেন্দ্রে ৬৩ কোম্পানি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের ১৮৬৭টির মধ্যে ১৫৯টি বুথকে সংবেদনশীল হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

জলপাইগুড়ি

জলপাইগুড়ি কেন্দ্রের মোট ভোটার ১৮ লক্ষ ৮৫ হাজার ৯৫০ জন। এই কেন্দ্রে মোট প্রার্থীর সংখ্যা ১২। উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন – জয়ন্ত রায় (বিজেপি), নির্মলচন্দ্র রায় (তৃণমূল), দেবরাজ বর্মন (সিপিএম)। এই কেন্দ্রে ৭৫ কোম্পানি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ১৯০৪টি বুথের মধ্যে ৩৯১টি বুথকে সংবেদনশীল হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

আসন্ন লোকসভা নির্বাচনে গোটা দেশে ভোট দেবেন ৯৬.৮ কোটি ভোটার। ভোট ঘিরে বিশেষ ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। ৮৫ বছরের বেশি বয়সি ভোটাররা বাড়ি থেকেই ভোট দিতে পারছেন। তাঁদের বুথে যাওয়ার প্রয়োজন নেই। তীব্র গরমের কথা মাথায় রেখে পানীয় জল, শৌচালয়ে পাশাপাশি প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে অন্যান্য ন্যূনতম পরিষেবার ব্যবস্থা থাকবে। সন্ত্রাস-মোকাবিলায় প্রতি জেলায় নির্বাচন কমিশনের কন্ট্রোল রুম থাকবে। কোনও অভিযোগ পেলেই কড়া পদক্ষেপ করা হবে।