Lok Sabha Election 2024: প্রচারের শেষলগ্নে ভোজপুরি নায়ক-গায়ককে নিয়ে ঝড় তুললেন পার্থ

Lok-Sabha-Election-2024

প্রচারের (Lok Sabha Election 2024) শেষ বেলায় ঝড় তুললেন পার্থ ভৌমিক। তৃণমূলের ব্যারাকপুরের প্রার্থী পার্থ ভৌমিক অর্জুন সিংকে একচুলও জায়গা ছাড়তে রাজি নন, সেটা তিনি প্রচারের শেষ দিনেও হাড়ে হাড়ে বোঝালেন। ভোজপুরি নায়ক এবং গায়ক কেশারি লালকে নিয়ে বিরাট শোভাযাত্রার আয়োজন করলেন।

ব্যারাকপুরের ঘোষপাড়া রোড ধরে ভোজপুরি চলচ্চিত্রের নায়ক কেশারি লাল যাদব কে সাথে নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে তাঁর প্রচার পর্ব শেষ করলেন। ভোজপুরি নায়ককে দেখতে এলাকায় মানুষের ঢল। প্রচারের শেষ পর্বে পার্থ ভৌমিকের মুখে লেগে ছিল হাসি। প্রশ্ন উঠেছে এই হাসি কি তিনি শেষ পর্যন্ত বজায় রাখতে পারবেন? রবিবারের রাত পেরোলেই ব্যারাকপুরের ভোট। আর সেই ভোটের উত্তাপের আঁচ এখন ছড়িয়ে পড়েছে ব্যারাকপুরের প্রতিটা কোণে কোণে।

   

প্রসঙ্গত এই ব্যারাকপুরের গতবার জয়ী হয়েছিলেন বিজেপির অর্জুন! মাঝে তিনি তৃণমূল হয়ে ফের ফিরেছেন বিজেপিতে। বিজেপির টিকিটে আবার লড়াই করছেন ব্যারাকপুরের একদা তাঁর বন্ধু পার্থর বিরুদ্ধে। প্রচারের শেষ পর্বে অর্জুন সিংয়ের ঠাসা কর্মসূচী ছিল। পাশাপশি পার্থ ভৌমিকও অবাঙালি মন পেতে ভোজপুরি নায়ক এবং গায়কে নিয়ে প্রচারে ঝড় তুললেন।

কিন্তু শেষ পর্যন্ত কার মুখে হাসি থাকে সেটাই দেখার তবে গতবারের বেশিরভাগ অবাঙালি ভোট গিয়েছে অর্জুনের পকেটে। এইবার সেই ছক কি ভাঙতে পারবেন পার্থ ভৌমিক। কিছুদিন আগে নৈহাটির গৌরীপুরে কেশারি লাল যাদবকে নিয়ে এসেছিল তৃণমূলেরই এক সংগঠন। যদিও তখন ভোটের বাদ্যি বাজেনি। সেইবার তুমুল বিশৃঙ্খল হয়েছিল।

ইতিমধ্যে প্রচারে ইতি টেনেছে সব দল। কিছু বিক্ষিপ্ত গণ্ডগোলের খবর আসছে। তবে সবটাই খুবই চাপা রয়েছে বলে খবর। ভোটের ঠিক দুদিন আগে একটু একটু করে থমথমে হচ্ছে পরিস্থিতি। তবে মোটের অপর এলাকা শান্ত। অসমর্থিত সূত্রে খবর দু এক জায়গায় বোমাবাজির ঘটনাও ঘটেছে। তবে অভিযোগ নেই বলে খবর। শেষ পর্যন্ত কি শান্ত থাকবে ব্যারাকপুরের এলাকা নাকি আবার সন্ত্রাস ছড়িয়ে পড়বে সেটাই দেখার।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন