দেশজুড়ে আজ প্রথম দফার নির্বাচন (Lok Sabha Election 2024)। ২১ রাজ্যের ১০২ কেন্দ্রে ভোট গ্রহণ। যার মধ্যে রয়েছে রাজ্যের তিনটি কেন্দ্র। উত্তরবঙ্গের তিন কেন্দ্র কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভোট। কমিশনের বিশেষ নজরে রাজ্যের এই তিন কেন্দ্র। যার মধ্যে অন্যতম কোচবিহার। যত কাণ্ড কোচবিহারে। আজ সকাল থেকেই এই কেন্দ্রে ঘটনার ঘনঘটা। দফায় দফায় অশান্তির খবর সামনে আসছে।
এবার এক নজিরবিহীন ঘটনা সামনে এল। অস্থায়ী ভোট কর্মী যারা ভোট করাতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গিয়েছেন তাদের আটকে রাখার অভিযোগ। দীর্ঘ তিন ঘণ্টা বিডিও অফিসের ভিতর তালা বন্ধ করে আটকে রাখার অভিযোগ।
জানা যায়, ভোর চারটে নাগাদ মাথাভাঙ্গায় পৌছে যান তাঁরা। কিছু সংখ্যক ভোট কর্মীকে পাঠানো হয় বিভিন্ন কেন্দ্রে। বাকিরা থাকেন ওই বিডিও অফিসে। তাদেরকে চা পর্যন্ত খেতে দেওয়া হয়নি বলে অভিযোগ। ‘গরু ছাগলের’ মত ব্যবহার করা হয় বলেও অভিযোগ।
টানা তিন ঘণ্টা আটকে থাকার পর বিডিও অফিসেই বিক্ষোভে ফেটে পড়ে অস্থায়ী ভোট কর্মীরা। শেষে মুক্ত করা হয় তাদের। কিন্তু কে আটকে রাখল অস্থায়ী ভোট কর্মীদের? অভিযোগ, বিডিও অফিসের কেয়ারটেকার নাকি ঘটিয়েছেন এরকমটা। কিন্তু কেন? কার নির্দেশেই বা তিনি এরকম ঘটনা ঘটান? যদিও সে প্রশ্নের উত্তর অধরা।