Mamata Banerjee: ‘৩ মাসের মধ্যে দেশ থেকে বিজেপিকে গুটিয়ে দেবো’, হুঙ্কার মমতার

আজ শুক্রবার থেকে শুরু হল লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। আজ প্রথম দফায়, দেশের ২১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ১০২টি আসনে ভোটগ্রহণ হবে। এর মধ্যে…

আজ শুক্রবার থেকে শুরু হল লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। আজ প্রথম দফায়, দেশের ২১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ১০২টি আসনে ভোটগ্রহণ হবে। এর মধ্যে রয়েছে বাংলার তিনটি লোকসভা কেন্দ্র – আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি। এদিকে একদিকে যখন তিন কেন্দ্রে ভোট হচ্ছে তখন মুর্শিদাবাদে গিয়ে বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

আজ তিনি বলেন, ‘৩ মাসের মধ্যে দেশ থেকে বিজেপিকে গুটিয়ে দেবো। কত সাহস বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। এই লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের অধিকার। বেটি বাঁচাও বেটি পড়াও-এ শুধুই প্রধানমন্ত্রীর প্রচার। সিএএ আমি করতে দেবো না। আসামে ১৯ লক্ষ মানুষকে বাদ দিয়েছে। সিএএ-তে আবেদন করলেই বিদেশী হয়ে যাবেন। এবার ভোট না দিলে আধার কার্ড বাতিল করে দেবে কেন্দ্র। যাদের ভোটার কার্ড, রেশন কার্ড যারা ইডি সিবিআইকে ভয় তাঁরা বিজেপি করে। ইন্ডি জোটকে আমরাই নেতৃত্ব দেবো। মোদী শুধু প্রচার করেছে কোনও কাজ করেনি। না খেয়ে থাকবো কিন্তু এনআরসি করতে দেবো না। অভিন্ন দেওয়ানি বিধিও করতে দেবো না।’

তৃণমূল সুপ্রিমো আরও বলেন, ‘এক নেতা এক দেশ করতে চাইছে মোদী সরকার। ইউসিসি দস্যুর দাঙ্গা ধর্ম। অভিন্ন দেওয়ানি চালু হলে আদিবাসিদের পরিচিতি বলে কিছু থাকবে না। সিপিএম কংরেস বিজেপির দালালি করে। কে অধিকার দিয়েছে সংখ্যালঘুদের ঘরে এনআইএ নিয়ে ঢুকে পড়ার।