Lok Sabha Election 2024: সকাল ৯টা পর্যন্ত বাংলার তিন কেন্দ্রে কত ভোট পড়ল?

সকাল ৭টা থেকে রাজ্যের তিনটি কেন্দ্র সহ গোটা দেশের মোট ১০২টি লোকসভায় ভোটগ্রহণ (Lok Sabha Election 2024) চলছে। প্রথম দু’ঘণ্টায় অর্থাৎ, সকাল ৯টা পর্যন্ত পশ্চিমবঙ্গের…

Voter-Card

সকাল ৭টা থেকে রাজ্যের তিনটি কেন্দ্র সহ গোটা দেশের মোট ১০২টি লোকসভায় ভোটগ্রহণ (Lok Sabha Election 2024) চলছে। প্রথম দু’ঘণ্টায় অর্থাৎ, সকাল ৯টা পর্যন্ত পশ্চিমবঙ্গের তিন কেন্দ্রে গড়ে ১৫.০৯ শতাংশ ভোট পড়ল। কোচবিহারে ভোট পড়েছে ১৫.২৬ শতাংশ, আলিপুরদুয়ারে ভোট পড়েছে ১৫.৯১ শতাংশ এবং জলপাইগুড়িতে ভোট পড়েছে ১৪.১৩ শতাংশ। 

রাজ্যজুড়ে তীব্র দাবদাহ চললেও তা উপেক্ষা করেই সকাল সকাল ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন আট থেকে আশি। কোচবিহার থেকে বিক্ষিপ্ত হিংসার খবর আসলেও বাকি দুই কেন্দ্রে ভোটগ্রহণ এখনও পর্যন্ত শান্তিপূর্ণ। ভোট সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কমিশনে অভিযোগও জানিয়েছে তৃণমূল-বিজেপি। তিনটি কেন্দ্র মিলিয়ে বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে মোট ৩৭টি অভিযোগ জমা দিয়েছে রাজ্যের শাসকদল।

উনিশের লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে এই তিনটি কেন্দ্রেই জয়লাভ করে বিজেপি। এবার বিজেপির থেকে এই তিনটি আসন ছিনিয়ে নিতে মরিয়া তৃণমূল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমন উত্তরবঙ্গ প্রচার করে গিয়েছেন, ঠিক তেমনই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই তিন কেন্দ্রে জনসভা-রোড শো করেছেন।