Mumbai: AK-47 রাইফেলের গুলিতে আত্মঘাতী সিআইএসএফ জওয়ান

মুম্বইয়ের (Mumbai) বিকেসি এলাকায় নিজেকে গুলি করে আত্মহত্যা করেছেন এক সিআইএসএফ কনস্টেবল। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বলা হচ্ছে ওই কনস্টেবল গুজরাটের বাসিন্দা।…

CISF jawan

মুম্বইয়ের (Mumbai) বিকেসি এলাকায় নিজেকে গুলি করে আত্মহত্যা করেছেন এক সিআইএসএফ কনস্টেবল। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বলা হচ্ছে ওই কনস্টেবল গুজরাটের বাসিন্দা। বর্তমানে পুরো ঘটনাটি ওই সেনার পরিবারের সদস্যদের জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত চলছে। পুরো ঘটনাটি শনিবার সন্ধ্যার বলে জানা গেছে।

তথ্য অনুযায়ী, এই পুরো ঘটনাটি মুম্বাইয়ের বিকেসি এলাকায় অবস্থিত জিও গার্ডেনের কাছে। সন্ধ্যায় হঠাৎ এখানে দাঁড়িয়ে থাকা লোকজন গুলির শব্দ শুনতে পান। এসময় ঘটনাস্থলে উপস্থিত লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনাস্থলে উপস্থিত লোকজন বিষয়টি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখেন কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ তৎক্ষণাৎ ওই জওয়ানকে তুলে হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক কনস্টেবলকে মৃত ঘোষণা করেন। বলা হচ্ছে, ওই জওয়ানে নাম মুকেশ খেতারিয়া যে গুজরাটের আমরেলি জেলার বাসিন্দা। জওয়ানের আত্মহত্যার পর ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক দলও। ঘটনাস্থল থেকে আলামতও সংগ্রহ করেছে দলটি। বলা হচ্ছে, জওয়ান মুকেশ নিজের কাছে থাকা একে ৪৭ রাইফেল দিয়ে নিজেকে গুলি করেন। পুলিশ জওয়ানের কাছ থেকে একটি AK 47 রাইফেল এবং ২৯টি তাজা কার্তুজ উদ্ধার করেছে।

বলা হচ্ছে, জিও গার্ডেনের ৫ নম্বর গেটে ডিউটিতে ছিলেন কনস্টেবল মুকেশ। এখানেই জওয়ান নিজের রাইফেল দিয়ে নিজেকে গুলি করেন। সিআইএসএফ আধিকারিকরা মুকেশের বাবা খোদাভাইকে বিষয়টি জানিয়েছেন। বিকেসি পুলিশ এ বিষয়ে একটি এডিআর নথিভুক্ত করেছে এবং বর্তমানে পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে।