বিজেপির দলীয় বৈঠক শেষে প্রকাশ্যে লকেট-দিলীপ দ্বন্দ্ব

Locket Chatterjee and Dilip Ghosh

পুরভোটে বিজেপির পরাজয়ের পর কারণ খুঁজতে শনিবার একটি বৈঠক করে বঙ্গ বিজেপির নেতৃত্ব। বৈঠকে উপস্থিত থেকে দলকে আত্মবিশ্লেষণের পরামর্শ দেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তাঁর এই মন্তব্যের কারণে এবার প্রকাশ্যে দেখা গেল লকেট এবং দিলীপ ঘোষের দ্বন্দ্ব।

Advertisements

আরও পড়ুন: East Bengal: হাবাসকে ইস্টবেঙ্গল কোচ হিসেবে নিয়োগের সম্ভাবনা প্রবল

শনিবার বৈঠকে বিজেপি সাংসদ বলেন, কেবল সন্ত্রাসের অজুহাত দিলেই হবে না, দলের ভিতরের দুর্বলতা স্বীকার করতে হবে। দলে রদবদল এই পরাজয়ের একটি কারণ বলে মনে করছেন সাংসদ। লকেট বলেছেন, দলের নেতৃত্ব বদলে যাওয়ায় অনেকটাই ক্ষতি হয়েছে। সত্যি জগ্য লোকেরা জায়গা পায়নি। রদবদল নিয়ে একবার চিন্তা করা উচিত।

লকেটের এই মন্তব্যের পর বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, যারা ময়দানে নামেননি তাঁদের কাছ থেকে এমন মন্তব্য আশা করা যায় না। নিজের দায়িত্ব এড়িয়ে অন্যের ঘাড়ে দোষ চাপানোটা আত্মবিশ্লেষণ নয়। দল সঠিক সিদ্ধান্ত নিয়েছে কিনা তা বাংলায় দলের সঙ্গে যুক্ত থেকে যারা কাজ করছে তাঁরা ভালো বুঝবে।

Advertisements

আরও পড়ুন:  যৌন নির্যাতনে অভিযুক্ত অধরা, থানা ঘিরে বিক্ষোভ বিজেপির

দিলীপ ঘোষের এই মন্তব্যের উত্তরে লকেট জানিয়েছেন, ‘দাদা যখন শনিবার বৈঠকে ছিলেন তখন কোনও অভিযোগ থাকলে বলতে পারতেন। এইভাবে সবার সামনে মন্তব্য করাটা কি ঠিক হল!’ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, দল কারোর একার সিদ্ধান্তে চলে না। সকলকে নিয়েই দল তৈরি হয়। নেতৃত্ব একসাথে বসে ঠিক করবে দলে কারা থাকবে কারা থাকবে না।’ বিজেপির বৈঠক যে দলী ভিতরে নতুন কোন্দল তৈরি করতে চলেছে একথা প্রায় স্পষ্ট।