ISL: ফারাক ঘোচাতে মরিয়া কৃষ্ণারা

ফারাক ছিল কাপ আর ঠোঁটের মধ্যে ৷ এ বার সেই ফারাকটা ঘোচাতে মরিয়া রয় কৃষ্ণা, প্রীতম কোটালরা। জামশেদপুর এফসির (Jamshedpur FC) বিরুদ্ধে বাগানের  (Mohan Bagan)…

ATK Mohan Bagan against Jamshedpur FC

ফারাক ছিল কাপ আর ঠোঁটের মধ্যে ৷ এ বার সেই ফারাকটা ঘোচাতে মরিয়া রয় কৃষ্ণা, প্রীতম কোটালরা। জামশেদপুর এফসির (Jamshedpur FC) বিরুদ্ধে বাগানের  (Mohan Bagan) ডু অর ডাই ম্যাচ। সোমবারের ম্যাচ আক্ষরিক অর্থে আইএসএলের (ISL) শিল্ড ফাইনাল।

১৯ ম্যাচে জামশেদপুর এফসির সংগ্রহ ৪০ পয়েন্ট। ১৯ ম্যাচে এটিকে মোহনবাগানের সংগ্রহ ৩৭ পয়েন্ট। প্রথম পর্বে জামশেদপুরের কাছে ১-২ হারে এটিকে মোহনবাগান। ফলে লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য ২ গোলের ব্যবধানে জিততেই হবে রয় কৃষ্ণাদের। আইএসএলে লিগ চ্যাম্পিয়ন হয়ে শিল্ড জেতার সুযোগ হাতছাড়া করতে চান না ফেরান্দো। কঠিন চ্যালেঞ্জ জিততে মরিয়া বাগান কোচ। তাঁর গলাতেও আত্মবিশ্বাসের সুর। কুঁচকির চোটের জন্য জামশেদপুরের বিরুদ্ধে মেগা ম্যাচেও নেই হুগো বোমাস।

ATK Mohun Bagan
অধিনায়কের গুরু দায়িত্ব সামলে প্রীতম কোটাল।

তবে গোল পাওয়ার লক্ষ্যে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে চান ফেরান্দো। রয় কৃষ্ণা-ডেভিড উইলিয়ামস জুটিকে সামনে রেখেই ছক সাজাতে পারেন বাগান কোচ। গত দু ম্যাচে গোল হজম করেনি এটিকে মোহনবাগান। জামশেদপুর শেষ ম্যাচে ওড়িশাকে ৫-১ হারালেও নিজেদের রক্ষণ নিয়েও আত্মবিশ্বাস তিরি, সন্দেশ ঝিঙ্গানরা। হেভিওয়েট ম্যাচ ঘিরে তাতছেন লিস্টন কোলাসো, মনবীর সিংরা। অল আউট ঝাঁপিয়ে জামশেদপুরের বিরুদ্ধে ইতিহাস গড়াই এখন লক্ষ্য সবুজ-মেরুন ব্রিগেডের।

দু’গোলের মার্জিন জিততে হবে। ঘাবড়াচ্ছেন না ফেরান্দো। তিনি বলছেন, ‘চ্যাম্পিয়ন হওয়ার জন্য এই চ্যালেঞ্জটা নিতেই হবে। আমরা জানি কাজটা সহজ নয়। তবে আমাদের কাছে সুযোগ আছে। ভয় পাচ্ছি না।’ একই সঙ্গে আত্মবিশ্বাসের সুরে বাগান কোচ বলেন, ‘সব ফুটবলারদের উপর আমার ভরসা আছে। প্রত্যেকের উপরে পূর্ণ আস্থা আছে। আমি জানি ওরা করে দেখাতে পারবে।’