Locket Chaterjee: সিঙ্গুরের শিল্পকে মমতা তাড়িয়ে দিয়েছিলেন: লকেট

Locket Chatterjee

সিঙ্গুরে টাটাকে কে তাড়িয়েছিল তা নিয়ে এখনও চাপানউতোর থামেনি। টাটা ন্যানো কারখানা তুলে পর থেকে সিঙ্গুরে বেহাল অবস্থা। সিঙ্গুরবাসী যেন অন্ধকারেই ডুবে আছে। লোকসভা ভোটের মুখে যখন সরগরম রাজ্য রাজনীতি ঠিক সেই সময়ই সিঙ্গুরের প্রসঙ্গ উঠে এল বিজেপি নেত্রী তথা হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের (Locket Chaterjee) কণ্ঠে।

ভোটবাজারে বারবারই খবরের শিরোনামে উঠে আসছে হুগলির নাম। তৃণমূল এবার সেখানে প্রার্থী করেছে রচনা বন্দ্যোপাধ্যায়কে। প্রচারের নেমেই আলটপকা মন্তব্য করে নিন্দার শিকার হয়েছেন তারকা প্রার্থী রচনা। হুগলিতে পরিবেশ ভালো তাই গরুরা ভালো দুধ দেয়। আর সেই দুধ দিয়েই দারুণ দই হইয়। সেই দই তিনি হুগলি থেকে কলকাতায় নিয়ে আসবেন বলে জানান রচনা।

   

রচনার বিপরীতে হুগলি লোকসভা কেন্দ্র থেকে লকেট চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছে বঙ্গ বিজেপি। প্রচারের ফাকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলোধোনা করেছেন। লকেট চট্টোপাধ্যায় বলেন, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণেই সিঙ্গুর থেকে টাটা কোম্পানি কারখানা তুলে নিয়েছে। বিজেপি এলে আবার টাটা ফিরে আসবে বলেই মনে করেন লকেট।

লকেট চট্টোপাধ্যায়ের কথায়, ‘মানুষের ভেতরে একটাই ক্ষোভ, সিঙ্গুরের শিল্পকে মমতা বন্দ্যোপাধ্যায় তাড়িয়ে দিয়েছিল। কখনও বীজ ছড়িয়ে কখনও বলেছেন ফুড পার্ক করব। আসলে তিনি শিল্প করতে ব্যর্থ। আমরা কথা দিয়েছি। সরকার এলে টাটাকেই আমারা ফিরিয়ে আনব। সিঙ্গুরে ফিরতে ১০০ শতাংশ আগ্রহী টাটা। সবদিক থেকে আমাদের বাংলায় শিল্পের পরিবেশ রয়েছে। কিন্তু তৃণমূলের আমলে সিন্ডিকেট বাজি আর তোলাবাজির জন্য কেউ আসতে পারছে না।’

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন