ফের খাবারে সন্ধানে চা-বাগানে দেখা মিলল চিতার

জলপাইগুড়ি: সূর্য ডুবতেই বন্ধ হয়ে যাওয়া চা-বাগানে অবাধে ঘুরে বেড়াচ্ছে চিতাবাঘ৷ তার গতিবিধির ভিডিও করে স্যোশাল মিডিয়ায় শেয়ার করেছেন এক ব্যক্তি৷ মুহূর্তের মধ্যে ওই ভিডিওটি…

Leopard Caged in Jalpaiguri

জলপাইগুড়ি: সূর্য ডুবতেই বন্ধ হয়ে যাওয়া চা-বাগানে অবাধে ঘুরে বেড়াচ্ছে চিতাবাঘ৷ তার গতিবিধির ভিডিও করে স্যোশাল মিডিয়ায় শেয়ার করেছেন এক ব্যক্তি৷ মুহূর্তের মধ্যে ওই ভিডিওটি হয়ে যায় ভাইরাল৷ সেই সঙ্গে ছড়ায় আতঙ্ক৷ ঘটনাটি জলপাইগুড়ির মেটেলি ব্লকের বড়দিঘি চা বাগানের টিলাবাড়ি ডিভিশন এলাকায়৷

জানা গিয়েছে, জাতীয় সড়কের পাশে ওই চা বাগানে ঘুরে বেড়াচ্ছে চিতাবাঘটি৷ বৃহস্পতিবার রাতে লাটাগুড়ি থেকে ধূপঝোড়ায় স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন উত্তর ধূপঝোড়ার রাখিদুল ইসলাম৷ সেই সময় তাঁর নজরে পড়ে টিলাবাড়ি ওজন লাইন সংলগ্ন এলাকায় জাতীয় সড়ক পার হচ্ছে একটি পূর্ণবয়স্ক চিতা৷

সঙ্গে সঙ্গে রাখিদুল ইসলাম নিজের ফোনটি বের করে চিতাবাঘটির ভিডিও করা শুরু করেন৷ ওই ভিডিও-তে দেখা যায় চিতাবাঘটি সড়কের পাশে চা বাগানে ঘোরাফেরা করছে৷ টিলাবাড়ির ওই চা বাগান এলাকার পাশেই রয়েছে গরুমারা জঙ্গল৷ বনদফতর কর্মীদের অনুমান, গরুমারা জঙ্গল থেকেই চিতাবাঘটি চা বাগানে এসেছে৷

বনদফতরের খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সজল কুমার দে বলেন, ‘‘চা বাগান সংলগ্ন এলাকায় স্থানীয় বাসিন্দাদের রাতে সাবধানে থাকা দরকার৷ সেই প্রচার আমরা সময় সময় করে থাকি৷ খাদ্যের সন্ধানে রাতে গভীর জঙ্গল থেকে লোকালয়ে বেরিয়ে আসে চিতাবাঘ৷ ভিডিও-তে দেখতে পাওয়া চিতাটি ফের জঙ্গলে ফিরে গিয়েছে৷’’