বোমা বাঁধতে গিয়ে হাতেনাতে গ্রেফতার বাম ও কংগ্রেসের সমর্থকরা। বীরভূমের (Birbhum) মাড়গ্রাম থানার হাসন কেন্দ্রের ২ নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে জোট প্রার্থীর সঙ্গে আরও পাঁচজনকেও গ্রেপ্তার করা হয়েছে। সেখান থেকে দুই ড্রাম বোমা, বোমা তৈরির বারুদ, লোহার টুকরো উদ্ধার করেছে পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাত দেড়টা নাগাদ মাড়গ্রাম থানার পুলিশ বাড়িতে হানা দেয়। বাড়ির ছাদে মুর্শিদাবাদ থেকে ভাড়া করা লোক এনে বোমা বাঁধার কাজ চলছিল।
এই ঘটনায় গ্রেপ্তার করা হয় বাম-কংগ্রেসের জোটপ্রার্থী ওয়াসিক শেখ সহ পাঁচজনকে। ধৃতদের মধ্যে রয়েছে গিয়াসুদ্দিন শেখ, ডিউক শেখ ও আনারুল শেখ। পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি পাঁচজন পালিয়ে গেছে। আনারুল মুর্শিদাবাদের ঝিল্লি এলাকার খাসপুরের বাসিন্দা। বাকিরা এলাকার সক্রিয় কংগ্রেস কর্মী হিসাবে পরিচিত। পুলিশ জানায়, ধৃতরা বাড়ির ছাদে মদ্যপান করতে করতে বোমা বাঁধার কাজ করছিল।
এই ঘটনায় তৃণমূলের কটাক্ষ “এর থেকে বোঝা যাচ্ছে কারা অশান্তি করতে চাইছে। বিরোধীরা বোমা-অস্ত্র মজুত করে বীরভূমকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে।”
কংগ্রেসের জেলা সভাপতি মিল্টন শেখ জানান, “হেরে যাওয়ার ভয়ে মিথ্যা মামলায় তাঁদের কর্মীকে ফাঁসানো হয়েছে।” তৃণমূলের চক্রান্তে সহায়তা করছে পুলিশ।
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তৃণমূলকে তোপ দেগেছেন। বলেছেন, ইচ্ছাকৃতভাবে বিরোধী প্রার্থীদের জেলে ঢোকানোর চেষ্টা চলছে।