Suvendu Adhikari: চটে লাল শুভেন্দু, সভা বাতিলের পরেই ধুয়ে দিলেন মমতাকে!

‘মমতার পুলিশ চিটিংবাজ-মিথ্যাবাদী’। ভাঙড়ে বিজেপির (Suvendu Adhikari) সভার অনুমতি না মেলায় এভাবেই পুলিশকে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার দুপুর ৩টেয়…

leader-of-opposition-west-bengal-suvendu-adhikari-slams-cm-mamata-banerjee

‘মমতার পুলিশ চিটিংবাজ-মিথ্যাবাদী’। ভাঙড়ে বিজেপির (Suvendu Adhikari) সভার অনুমতি না মেলায় এভাবেই পুলিশকে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

বুধবার দুপুর ৩টেয় যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে সভা করার কথা ছিল শুভেন্দু। কিন্তু এদিন সকাল ১১টায় নাগাদ বিজেপির তরফে জানানো হয়, পুলিশের তরফে সভার অনুমতি মেলেনি।

   

পুলিশের তরফে বিজেপি নেতৃত্বকে চিঠি দিয়ে জানানো হয়, ওই এলাকায় তৃণমূলের সভা থাকায় আইনশৃঙ্খলার কথা মাথায় রেখেই শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দেওয়া হয়নি। যদিও বিজেপির অভিযোগ, রীতিমতো পরিকল্পনা করেই সভা ভন্ডুল করার চেষ্টা চালিয়েছে পুলিশ। রাজনৈতিক প্রতিহিংসার জেরেই সভার অনুমতি দেওয়া হয়নি।

১ জুন ভোট, তার আগেই ‘দাপুটে’ তৃণমূল বিধায়ককে তলব করল সিবিআই

এদিন দুপুরে ভাঙড়ে পৌঁছোনোর পর সাংবাদিক বৈঠক করেন নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন তিনি। শুভেন্দু বলেন, মমতা ব্যানার্জির পুলিশ চিটিংবাজ এবং মিথ্যাবাদী। ওরা বলেছে, এই মিটিং থেকে ১০০ মিটারের মধ্যে নাকি তৃণমূলের সভা হচ্ছে। এটা সম্পূর্ণ মিথ্যে।

মোদীর ধ্যান ভাঙাতে মরিয়া মমতা! তড়িঘড়ি পদক্ষেপের ঘোষণা

পুলিশের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থও হয়েছে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, নির্বাচন কমিশনে গোটা বিষয়টি জানিয়েছি। কিন্তু কমিশন বলেছে, আইনশৃঙ্খলার কারণ দেখিয়ে পুলিশ সভা বাতিল করলে কিছু করার নেই। রাজ্যে একমাত্র বিরোধী বিজেপি। সিপিএম তো বি টিম, তাই ওদের পারমিশন কোথাও আটকায় না।

বরাবরই ভোট ঘিরে অশান্তির সাক্ষী থেকেছে ভাঙড়। তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে এখানে আরাবুল ইসলামের দাপট থাকলেও গত বিধানসভা নির্বাচনে ভাঙড় আসনে জয়লাভ করে আইএসএফ। তারপর থেকেই তৃণমূল-আইএসএফ সংঘর্ষে বারেবারে উত্তপ্ত হয়েছে ভাঙড়। পঞ্চায়েত নির্বাচনে ভাঙড়ে বেশ কয়েকজনের মৃত্যুও হয়।

কোন রাজ্যে কত আসন পাবে বিজেপি? জানিয়ে দিলেন অমিত শাহ

এরপরই কলকাতা পুলিশের হাতে ভাঙড়ের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব তুলে দেয় রাজ্য সরকার। যাদবপুর লোকসভা কেন্দ্র জিততে তৃণমূলের বড় ভরসা সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা ভাঙড়। যাদবপুর লোকসভা আসনে এবার তৃণমূল টিকিট দিয়েছে দাপুটে যুবনেত্রী সায়নী ঘোষকে। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। সিপিএমের টিকিটে লড়ছেন সৃজন ভট্টাচার্য।