Dilip Ghosh: গ্রেফতার হবেন দিলীপ ঘোষ? একাধিক এফআইআর দায়ের

Dilip Ghosh

একা দিলীপের (Dilip Ghosh) বেলাগাম বচনে বিপাকে বঙ্গ বিজেপি। বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তিনি। তাঁর বিরুদ্ধে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে দায়ের হল একাধিক এফআইআর। তবে দিলীপবাবু আছেন কলকাতায়। তিনি ফের বেগালাম। এবার তিনি নির্বাচন কমিশনকে ‘মেসোমশাই’ বলে কটাক্ষ করেছেন। এর আগে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যের বিরুদ্ধে অশালীন মন্তব্যের কারণে দেশজুড়ে তীব্র বিতর্কের মধ্যে পড়েছেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সহসভাপতি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের বিরুদ্ধে দায়ের হল এফঈইআর। জানা গেছে, তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ দুর্গাপুরের এক মহিলা বাসিন্দা ওই অভিযোগ দায়ের করেছেন। তিনি জানিয়েছেন, সংবাদবাদমাধ্যমে দিলীপ ঘোষ যে মন্তব্য করেছেন তাতে শুধু মুখ্যমন্ত্রীর সম্মানহানি হয়নি রাজ্যের বাসিন্দা হিসেবে তাঁরও সম্মানহানি হয়েছে। এই কারণেই  দুর্গাপুর আদালতে অভিযোগ দায়ের করেছি।

   

দুর্গাপুর মহকুমা আদালতের তৃণমূল কংগ্রেসের আইনজীবী সেলের সদস্যরা দিলীপ ঘোষের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন সিটি সেন্টার পুলিশ ফাঁড়িতে। দুর্গাপুর মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের সভাপতি দেবব্রত সাঁই জানিয়েছেন, পুলিশ যথাযত ব্যবস্থা নিক। দিলীপ ঘোষের গ্রেফতারির দাবি করেছেন তৃণমূলের আইনজীবীরা।

মেদিনীপুরের প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ এবার বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী।  তিনি দুর্গাপুরে প্রচারে গিয়ে  মমতাকে কটাক্ষ করে বলেছিলেন,উনি গোয়ায় গিয়ে বলেন, আমি বাংলার মেয়ে, ত্রিপুরায় গিয়ে বলেন আমি ত্রিপুরার মেয়ে—আগে নিজের বাপ তো ঠিক করুন।” এই মন্তব্যের পর প্রবল বিতর্কের জেরে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা দিলীপ ঘোষকে শো কজ করেন। নির্বাচন কমিশনও শো কোজ করে। পরে ক্ষমা চান দিলীপ ঘোষ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন