Jatu Lahiri: প্রয়াত তৃণমূলের প্রাক্তন বিধায়ক জটু লাহিড়ি, রাজনৈতিক মহলে শোকের ছায়া

former, TMC, MLA, Jatu Lahiri

বৃহস্পতিবার প্রয়াত হলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা হাওড়ার জনপ্রিয় নেতা জটু লাহিড়ি (Jatu Lahiri)। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থ ছিলেন তিনি৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তাঁর প্রয়াণে শোকাহত হাওড়াবাসী। এদিন সকালে শিবপুরের অম্বিকা কুণ্ডু বাই লেনে নিজের বাড়িতে মৃত্যু হয় ৫ বারের বিধায়কের।

হাওড়ার শিবপুরের বিধায়ক ছিলেন জটু লাহিড়ি। কংগ্রেসের হাত ধরে রাজনৈতিক জীবন শুরু হয়েছিল। ১৯৯১ সালে প্রথমবার বিধায়ক হিসেবে নির্বাচিত হন। পরে তৃণমূলের যোগদান করেন তিনি। তৃণমূলের হয়ে জিতেছেন ৪ বার।

   

১৯৯১ সাল থেকে একটানা জয়লাভ করেছিলেন জটু লাহিড়ি। এর মধ্যে ২০০৬ সালে পরাজিত হন। ২০১১ এবং ২০১৬ সালে নির্বাচিত হন। পরে ২০২১ সালে তৃণমূলের হয়ে টিকিট না পেয়ে অবশেষে বিজেপিতে যোগদান করেন তিনি। এমনকি রাজ্য কমিটিতেও তাঁকে জায়গা দেওয়া হয়। পরে দীর্ঘ সময় ধরে রাজনীতি থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন। দীর্ঘ সময় ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। কিছুদিন আগেই ছাড়া পান। বৃহস্পতিবার সকালে হাওড়ার অম্বিকা কুণ্ডু লেনে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্রাক্তন সহকর্মীর অকাল প্রয়াণে মন্ত্রী অরূপ রায় বলেন, তিনি দীর্ঘ দিন আমাদের কর্মী ছিলেন। একসঙ্গে আমরা বহু লড়াই করেছি। ওঁর পরিবারের প্রতি সমবেদনা রইল। ওঁকে আমি শ্রদ্ধা করি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন