এগরায় কংগ্রেস নেতার বাড়ির তালা ভেঙে কয়েক লক্ষাধিক টাকা চুরি। ঘটনাটি ঘটেছে এগরা থানার বাথুয়াড়ির জামুয়া-লছিমপুর এলাকায়। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এগরা থানার পুলিশ। এগরায় কংগ্রেস নেতার বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
বুধবার দিন দুপুরে জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বারিদ কুমার মহান্তির বাড়িতে চুরির ঘটনা ঘটে। দুষ্কৃতীরা তাঁদের অনুপস্থিতির সুযোগে দরজার তালা ভেঙে ভিতরে ঢোকে। তারপর আলমারির তালা ভেঙে কয়েক ভরি সোনা-রুপোর গয়না, নগদ প্রায় পাঁচ হাজার টাকা চুরি করে নিয়ে পালায়। গুরুত্বপূর্ণ ফাইল ও নথিপত্রও চুরি করে দুষ্কৃতীরা বলেই জানা গিয়েছে। রাতে পরিবারের সদস্যরা বাড়ি ফিরে এসে দেখেন, সর্বস্ব্য চুরি গিয়েছে। সব মিলিয়ে বেশ কয়েকলক্ষ টাকার গয়নাগাটি লুট হয়েছে বলে অভিযোগ।
এগরা থানায় অভিযোগ দায়ের করেছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ করার আবেদন জানিয়েছেন। বারিদবাবু হলদিয়ায় ইনসিওরেন্সের কাজ করেন এবং কর্মসূত্রে সেখানে থাকেন। তাঁর ছেলে কর্মসূত্রে বেঙ্গালুরুতে থাকেন। স্ত্রী অপর্ণাদেবী একটি প্রাইভেট স্কুলের শিক্ষিকা এবং তিনি বাড়িতে একাই থাকেন।
কংগ্রেস নেতা বারিদ কুমার মহান্তি বলেন ” আমি হলদিয়ায় ছিলাম। আমার স্ত্রী ও ছেলে দিঘায় বেড়াতে গিয়েছিল। তারা রাত আটটা নাগাদ ফিরে এসে দেখে, বাড়ির দরজা ও আলমারির তালা ভাঙা। সর্বত্র লণ্ডভণ্ড অবস্থা।“ বারিদবাবু আরও বলেন, “দীর্ঘদিন ধরে আমার দেওয়ানি মামলা চলছে। মামলা সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ ফাইল ছিল। ফাইলের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ছিল। কোনও ফাইলই নেই। বেশকিছু নথিপত্র ছিল। সবকিছু উধাও। দুষ্কৃতীরা সর্বস্ব্য নিয়ে গিয়েছে “।
বারিদকুমার মহান্তি স্ত্রী অপর্ণা মহান্তি বলেন ” দিন দুপুরে এভাবে চুরি হল। আমি বাড়িতে একা থাকি। ঘটনার পর থেকে নিরাপত্তার অভাবে ভুগছি। পরিচিত কেউ ছাড়া এভাবে চুরি করতে পারবে না বলে আমাদের ধারণা। আমরা পুলিসকে সবকিছু খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছি “।
এদিকে অভিযোগ পাওয়ার পর এগরা থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং সরেজমিনে তদন্ত করেন। এগরা থানার আই সি স্বপন গোস্বামী বলেন ” ঘটনার তদন্ত শুরু হয়েছে। সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় কোনও সিসি টিভির ফুটেজ রয়েছে কি না, সেই খোঁজখবরও নেওয়া হচ্ছে “।