Kurmi Protest: লাথি মেরে দিলীপ ঘোষের বাড়ির দরজা ভাঙল কুড়মিরা

হই হই করে কুড়মিরা চড়াও (Kurmi Protest) হলো বিজেপি (BJP) সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) খড়্গপুরের বাড়িতে। লাথি মেরে ভাঙল দরজা। কিন্তু নেই সাংসদ!…

হই হই করে কুড়মিরা চড়াও (Kurmi Protest) হলো বিজেপি (BJP) সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) খড়্গপুরের বাড়িতে। লাথি মেরে ভাঙল দরজা। কিন্তু নেই সাংসদ! বাড়ি ঘিরে শুরু হয়েছে কুড়মি বিক্ষোভ।

কুড়মিদের কাপড় খুলে নেব মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তাঁর মন্তব্যের জেরে কুড়মিদের বিক্ষোভ চরমে।

বুধবার জঙ্গলমহলের জেলাগুলি থেকে কুড়মিরা পশ্চিম মেদিনীপুরে বিক্ষোভ করতে আসেন। খড়্গপুরে দিলীপ ঘোষের বাড়িতে হামলা হয়।

কুড়মিদের কটাক্ষ, পালিয়েছে দিলীপ ঘোষ। আর দিলীপ ঘোষ কলকাতায় জানান, জনাকতক লোক নিয়ে এসেছে কুড়মিদের নেতা অজিত মাহাতো। ওর এত দম নেই। টাকা নিয়েছে। এখন ফেরত দিতে চাইছে।

খড়্গপুরে আদিবাসী কুড়মি সমাজ নেতা অজিত মাহাতো বলেন, দিলীপ ঘোষের মন্তব্যে স্বাভিমানে আঘাত লেগেছে।