HomeWest BengalJangalmahal: কুড়মি অবরোধে রেল সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে রাজ্যে

Jangalmahal: কুড়মি অবরোধে রেল সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে রাজ্যে

- Advertisement -

আবার কুড়মি সমাজের রেল রোকো ঘোষণা। বুধবার ভোর থেকে পুরুলিয়ার আদ্রা ডিভিশনের কুস্তাউর রেল স্টেশনে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধের ডাক দিয়েছে তারা। এর আগেও দুবার এই ধরনের অবরোধ হওয়ায় এবার আগে থেকেই আশঙ্কা তৈরি হয়েছে। দক্ষিণ পূর্ব রেলের তরফে ইতিমধ্যে চিঠি দিয়ে এই অবরোধ না করার অনুরোধ জানানো হয়েছে। আদ্রার ডিআরএম সুমিত নারুলা বলছেন, এটা বেআইনি। তৎপর জেলা পুলিশও। জঙ্গলমহলের (Jangalmahal) বিভিন্ন এলাকায় শুরু হয়েছে রুট মার্চ। তবে কুড়মিরাও নিজেদের দাবিতে অনড়।

উল্লেখ্য, মূলত জঙ্গলমহলে কুড়মি সম্প্রদায়ের আধিক্য। আদিবাসী কুড়মি সমাজের মুখ অজিত প্রসাদ মাহাতো জানিয়ে দিয়েছেন, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, অর্থাৎ জঙ্গলমহলের চার জেলাতেই বুধবারের আন্দোলনের প্রভাব পড়বে। এরইমধ্যে আদিবাসী কুড়মি সমাজের প্যান্ডেল পুলিশ খুলে দিতে বলেছে বলে অভিযোগ উঠেছে।

কুজ়মি নেতা অজিত প্রসাদ মাহাতো বলেন, “আমাদের একটাই কথা ২০ সেপ্টেম্বর আমরা রেল অবরোধ সফল করবই। সকলকে বলা হয়েছে, পুলিশ যতই বাধা দেওয়ার চেষ্টা করুক চার জেলাতেই রেল অবরোধ হবে। ঝাড়খণ্ড, ওড়িশাতেও হবে। আমরা সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ, আমরা একটা স্বতন্ত্র্য জাতি নিজের সত্তার জন্য লড়াই করছি। আমাদের রেল আটকাতে হবে কেন? এটা তো উচিত নয়। সরকার এটার জন্য সম্পূর্ণ দায়ী। তিনমাস আগেই আমরা কেন্দ্র-রাজ্যকে এক যোগে জানিয়েছি। কেউ এগিয়ে এলো না। একটা বৈঠক পর্যন্ত করল না কেউ।”

পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন “আমরা আদিবাসী কুড়মি সমাজের কাছ থেকে এই কর্মসূচি সংক্রান্ত চিঠি পেয়েছি। তাদের জানিয়েও দিয়েছি, এভাবে রেল অবরোধ, রাস্তা অবরোধ বেআইনি। মানুষের যাতে ভোগান্তি না হয় সেটা আমরা দেখব।”

কুড়মি আন্দোলনের জেরে একাধিক ট্রেন বাতিল ঘোষণা করেছে দক্ষিণ-পূর্ব রেল। মঙ্গলবার বাতিল করা হয়েছে, 13404 ভাগলপুর–রাঁচি বনাঞ্চল এক্সপ্রেস, 18186 গোড্ডা–টাটানগর এক্সপ্রেস। এছাড়াও বাতিলের তালিকায় আছে পূর্ব রেলওয়ে সিস্টেমের মধ্য দিয়ে যাওয়া সাতটি ট্রেনও। 17007 সেকেন্দ্রাবাদ-দ্বারভাঙা এক্সপ্রেস, 28182 কাটিহার-টাটানগর এক্সপ্রেস, 22511 লোকমান্য তিলক টার্মিনাল-কামাখ্যা এক্সপ্রেস, 15662 কামাখ্যা-রাঁচি এক্সপ্রেস, 15028 গোরক্ষপুর-হাতিয়া মৌর্য এক্সপ্রেস, 13288 রাজেন্দ্রনগর টার্মিনাল-দুর্গ সাউথ বিহার এক্সপ্রেস ও 07052 রাক্সৌল-সেকেন্দ্রাবাদ স্পেশাল। সোমবারই দক্ষিণ-পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে বাতিল ট্রেনের তালিকা জানিয়ে দেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ শিরোনাম

এই সংক্রান্ত আরও সংবাদ