Purulia: মমতা-অভিষেক ও বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কুড়মিদের

একযোগে শাসক ও বিরোধী দলের বিরুদ্ধে সরব কুড়মি সমাজ। পুরুলিয়া (Purulia) ঝাড়গ্রাম সহ জঙ্গলমহলের একের পর এক এলাকায় চলছে হাজার হাজার মানুষের বিক্ষোভ (Kurmi Protest) মি়ছিল।

ঝাড়গ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার জেরে কুড়মি নেতা রাজেশ মাহাতোকে গ্রেফতারের প্রতিবাদে চলছে কুড়মি বিক্ষোভ।

   

বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে রাজেশ মাহাতকে মুক্তি দিতে হবে। তাদের অভিযোগ, মুখ্যমন্ত্রী বলছেন অভিষেকের উপর হামলার ঘটনায় কুড়মি নেতারা যুক্ত নন। আর অভিষেকের নির্দেশে রাজেশ মাহাতোকে গ্রেফতার করা হয়েছে। মিছিল থেকে কুড়মিদের অভিযোগ, মমতা ও অভিষেক দুজনই বিভ্রান্ত করছেন।

মন্ত্রী বীরবাহা হাঁসাদার গাড়িতেও হামলা হয়েছিল। পরে মন্ত্রী অভিযোগ করেন, ঘিরে ধরে মার্ডার করার চেষ্টা হয়েছিল।
কুড়মি বিক্ষোভকারীরা যেন বিজেপি নেতাদের গায়ে হাত না দেয় এমনই হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তাঁর বিরুদ্ধেও কুড়মিদের ক্ষোভ তীব্র। দিলীপ ঘোষ অশালীন মন্তব্য করেছেন অভিযোগে খড়্গপুরে তাঁর বাডিতে হামলা করেছিল কুড়মি বিক্ষোভকারীরা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন